প্রসূন বিশ্বাস: শনিবার ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের সামনে ডায়মন্ড হারবার এফসি। মরশুমের প্রথম কঠিন ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। কঠিন বলার কারণ, প্রতিপক্ষ ভালো শুধুমাত্র তার জন্য নয়, শনিবাসরীয় লড়াইয়ের আগে মোহনবাগান কোচ হোসে মোলিনাকে ভাবাচ্ছে দলের একঝাঁক ফুটবলারদের চোট আর কার্ড।
চোটের তালিকায় আগেই চলে গিয়েছিলেন শুভাশিস বসু। তিনি এই মুহূর্তে দলের ফিজিওর কাছে রিহ্যাব করছেন। এবার চোটের তালিকায় মনবীর সিং, আলবার্তো রডরিগেজ, কিয়ান নাসিরি, সুহেল ভাটরা। আর কার্ড সমস্যায় শনিবার পাওয়া যাবে না দীপেন্দু বিশ্বাসকেও। যদিও মনবীর চোট সারিয়েই ফিরেছিলেন কয়েকদিন আগে। তবে তিনি ফের অনিশ্চিত এই ম্যাচে। এদিন অবশ্য দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন বৃহস্পতিবার গভীর রাতে কলকাতায় পা রাখা তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। তবে এক দিনের অনুশীলন করিয়ে ডায়মন্ডহারবারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁকে নামানোর ঝুঁকি মোলিনা নিতে চাইছেন না। সে ক্ষেত্রে মোহনবাগান কোচের প্রথম একাদশে দুই বিদেশি থাকতে পারেন। এঁরা রক্ষণে টম অলড্রেড ও আক্রমণভাগে জেসন কামিংস। এদিন ফিজিওর কাছে রিহ্যাব করলেন মনবীর সিং, আলবার্তো রডরিগেজরা। সদ্য যোগ দেওয়া দিমির প্রসঙ্গে মোলিনা বলেন, “মাত্র একদিন অনুশীলন করিয়ে দিমিকে খেলাতে চাইছি না। ডায়মন্ড ম্যাচ জেতা জরুরি, কিন্তু চোট বাড়াতে চাই না।”
তবে মোহনবাগান শিবিরের জন্য সুখবর, কার্ড সমস্যা মিটে গিয়েছে আপুইয়ার। শনিবারের ম্যাচে পাওয়া যাবে তাঁকে। মোহনবাগান কোচ জানিয়েছেন, এদিন সকালেই তিনি জানতে পেরেছেন ভারতীয় মিডিওকে পাওয়া যাবে শনিবার। আপুইয়াকে ছাড়াই এতদিন ডায়মন্ডহারবার ম্যাচের পরিকল্পনা করলেও আপাতত তাঁকে পাওয়া যাবে জেনে এবার পরিকল্পনা বদল করেছেন মোলিনা। আপুইয়া থাকায় মাঝমাঠে শক্তি বাড়ল মোহনবাগানের। যদি চার ব্যাকে দল সাজান মোলিনা, তাহলে এইরকম দল হতে পারে: লেফট ব্যাকে অভিষেক সিং তার পাশে টম অলড্রেড, দীপক টাংরি ও রাইট ব্যাকে আশিস রাই। দুই উইংয়ে লিস্টন ও সাহাল। মাঝে আপুইয়া ও অনিরুধ। সামনে জেসন কামিংস। গেলে বিশাল কাইথ। যদি ৪-৪-২ ফর্মেশনে না যান, সে ক্ষেত্রে শনিবার ৩-৫-২ ফর্মেশনেও দল গঠন করতে পারেন। সে ক্ষেত্রে প্রথম একাদশে সামান্য বদল হতে পারে। রক্ষণে থাকতে পারেন আশিস, টম, অভিষেক।
যদি এই ম্যাচে জিততে না পারে মোহনবাগান, তা হলে পরবর্তী পর্বে যাওয়ার জন্য অন্য গ্রুপের দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ, ছয় গ্রুপের সেরা দল পরবর্তী পর্বে যাবে সরাসরি। বাকি দুটি সেরা দ্বিতীয় দল পরের পর্বে যাওয়ার সুযোগ পাবে। যদিও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যাওয়ার কথা ভাবছেন না মোলিনা। এই প্রতিযোগিতায় দূরন্ত ফর্মে রয়েছেন লিস্টন কোলাসো। দুই ম্যাচে চার গোল করেছেন তিনি। এদিন লিস্টন বলেন, “গোল করতে ভালোই লাগে। তবে তার থেকে আরও ভালো লাগে দল জিতলে। এই মুহূর্তে ডায়মন্ডহারবার ভালো ফর্মে রয়েছে। তাই সেরা পারফর্ম করে ম্যাচটা জিততে চাই।”
আজ ডুরান্ড কাপে
ডায়মন্ডহারবার এফসি বনাম মোহনবাগান
যুবভারতী, সন্ধ্যা ৭.০০
সোনি স্পোর্টস নেটওয়ার্ক
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.