সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ…’। মোহনবাগান গ্যালারিতে ভাষার ঐতিহ্য রক্ষায় গর্জে উঠলেন সবুজ-মেরুন সমর্থকরা। বেশ কিছু টিফো নিয়ে তাঁরা হাজির হয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। সেখানে কোথাও লেখা ‘জন গণ মন বন্দে মাতরম, বাংলা ভাষা মায়ের সমান’।
ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে এভাবেই গ্যালারিতে প্রতিবাদে শামিল হয়েছেন বাগান জনতা। গত বুধবার অনুরূপ প্রতিবাদে গ্যালারি মাতিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আর শনিবাসরীয় যুবভারতীও দেখল মেরিনার্সদের গর্জন। মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্স ডি এক্সট্রিম আলট্রাস অফ মোহনবাগান তাদের ব্যানারে লেখে ‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা/ সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।’ তাদেরই আরও একটা টিফোতে লেখা, ‘দেশটা কারোর বাপের নয়, নয়কো জাতের খেলা, এই বাঙালিই ঘুচিয়েছিল, পরাধীনতার জ্বালা।’
মেরিনার্স এরিনার টিফোয় শোভা পেয়েছে, ‘শহিদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুট বাংলা জুয়েল।’ সব মিলিয়ে যুবভারতীর গ্যালারিতে আলোকিত হয়েছে বাঙালির মহিমান্বিত ইতিহাস। সেখানে ছিল সবুজ-মেরুনের ঐতিহাসিক শিল্ড জয়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিবেকানন্দ-সহ বহু বাঙালি মনীষীদের ছবি। বুধবার ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচের গ্যালারিতে দেখা গিয়েছিল বিশাল ব্যানার। লেখা ছিল, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি/ মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি।’ এবার মোহনবাগানও যোগ দিল প্রতিবাদে।
খেলার মাঠে দুই প্রধানের এমন প্রতিবাদ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় আমরা যে ভাষায় মাকে ‘মা’ ডাকি, ভারতবর্ষকে ‘ভারতবর্ষ’ বলি, যে ভাষায় অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ইত্যাদি সমস্যা নিয়ে কথা বলি, আলোচনা করি, দাবি ইত্যাদি জানাই, সে ভাষা বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা। বাংলা ভাষার অমর্যাদা সহ্য করতে না পেরে এবার দৃষ্টান্তমূলক প্রতিবাদে শামিল হলেন সবুজ-মেরুন জনতাও। প্রসঙ্গত, ডুরান্ডের ম্যাচে ডায়মন্ড হারবারকে ৫-১ গোলে উড়িয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.