Advertisement
Advertisement
Mohun Bagan

গত বছরের পুনরাবৃত্তি! এসিএল ২-এর ম্যাচ খেলতে ইরান যাওয়া নিয়ে সমস্যায় মোহনবাগান তারকারা

আদৌ তাঁরা ইরান যাওয়ার ভিসা পাবেন কি না, তা স্পষ্ট নয়।

Mohun Bagan stars face problems travelling to Iran to play ACL 2 matches

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:September 18, 2025 11:56 am
  • Updated:September 18, 2025 11:56 am  

স্টাফ রিপোর্টার: এবার এসিএল ২-এর সূচনাটা ভালো হয়নি মোহনবাগানের। ঘরের মাঠে হারতে হয়েছে আহাল এফকে’র কাছে। ফিটনেস ইস্যুতে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে সব বিদেশিকে খেলাতে পারেনি সবুজ-মেরুন শিবির। পরের ম্যাচে সেপাহানের বিরুদ্ধেও তেমন পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে মোহনবাগানে।

Advertisement

তবে এই আশঙ্কার কারণ ফুটবলারদের ফিটনেস নয়, ভিসা সমস্যা। মোহনবাগান দলে চারজন এমন ফুটবলার রয়েছেন যাঁরা যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার পাসপোর্টে ভারতে এসেছেন। তাঁরা হলেন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, টম অলড্রেড এবং জেমি ম্যাকলারেন। সপ্তমীর দিন সেফাহানের বিরুদ্ধে ইরানের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। কিন্তু ওই চার ফুটবলার আদৌ ইরান যাওয়ার ভিসা পাবেন কি না, তা স্পষ্ট নয়। কারণ রাজনৈতিক কারণে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার নাগরিকরা সহজে ইরানের ভিসা পান না। পাসপোর্টে ইরানের স্ট্যাম্প থাকলে সমস্যা হয় যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে। গত বছরও ইরানে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে এই ফুটবলারদের ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তেহরানে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আবহে সেদেশে যায়নি মোহনবাগান। তবে এবার এখনও পর্যন্ত তেমন কোনও সমস্যা নেই। ফলে পুজোর মুখেই ইরান খেলতে যাবে সবুজ-মেরুন।

আর সেখানেই ওই চার বিদেশি ফুটবলারকে পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ তাঁদের দেশের নিয়ম অনুযায়ী, তাঁরা ইরানের ভিসার জন্য আবেদনই করতে পারবেন না। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজছেন। শেষ পর্যন্ত ম্যাকলারেনদের নিয়ে যাওয়া হবে কি না, তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত যদি এই চার ফুটবলারকে ছাড়া যদি ইরান যেতে হয়, মোহনবাগানের বিড়ম্বনা যে আরও বাড়বে বলাই বাহুল্য। কারণ সেপাহান আবার নিজেদের প্রথম ম্যাচে জর্ডনের আল হুসেইনের কাছে হেরেছে। ফলে ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে নামবে তারা।

খাতায়-কলমে কোচ জোস মোলিনার দলের থেকে সেপাহান অনেক বেশি শক্তিশালী। তাদের বিরুদ্ধে দুই বিদেশি নিয়ে খেলতে হলে সবুজ-মেরুনের চ্যালেঞ্জ আরও বাড়বে। আপাতত তাই সমস্যা মেটানোর পথ খুঁজছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
মঙ্গলবার আহালের কাছে হারের পর মোহনবাগান অবশ্য রয়েছে ছুটির মেজাজে। বুধবার রিকভারি হয় আপুইয়াদের। আপাতত শুক্রবার পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ মোলিনা। তারপর থেকে ফের সেপাহান ম্যাচের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান। চোট সারিয়ে সেই ম্যাচে মনবীর সিং খেলতে পারবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement