ছবি সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে মোহনবাগান। গত ম্যাচে পুলিশ এসি’র কাছে হেরে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল সবুজ-মেরুন। সেই কারণে বৃহস্পতিবার ডেগি কার্ডোজোর ছেলেদের কাছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত অগ্নিপরীক্ষা। আর সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ গোষ্ঠ পাল সরণির ক্লাব। কালীঘাটকে ৪-০ গোলে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান।
প্রথম ম্যাচে বোঝাপড়ার যে অভাব দেখা গিয়েছিল, কালীঘাট ম্যাচে সেটা অনেকটাই দূর করেছেন সালাউদ্দিন, সন্দীপরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন তাঁরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে থাকে সবুজ-মেরুন। ২১ মিনিটে তিনজনকে দুর্দান্তভাবে কাটিয়ে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দলনায়ক সন্দীপ মালিক।
২৯ মিনিটে আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় সবুজ-মেরুন। সালাউদ্দিনের সেন্টার পাঞ্চ করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন কালীঘাট গোলকিপার। কিন্তু বিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বল গোলে ঢোকে। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে মোহনবাগান। ৫০ মিনিটে ঠিকানা লেখা সেন্টার করেন সন্দীপ মালিক। সেখান থেকে সাইডভলিতে গোল করেন পাসাং দর্জি ৷ ৭২ মিনিটে সবুজ-মেরুনকে ৪-০ গোলে এগিয়ে দেন আদিল আবদুল্লাহ।
এরপর অবশ্য খেলার গতির বিরুদ্ধে সুযোগ আদায় করে নেয় কালীঘাটও। এক্ষেত্রে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বাগান গোলরক্ষক। পরক্ষণেই কাউন্টার অ্যাটাকে উঠে কর্নার আদায় করে নেয় মোহনবাগান। তাতে অবশ্য গোল হয়নি। খেলার শেষের দিকে মোহনবাগানের একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়। যদিও শেষপর্যন্ত ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে এবারের কলকাতা লিগে প্রথম জয়ের স্বাদ পেল মোহনবাগান।
Back to winning days 😎⚡️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.