Advertisement
Advertisement
Enver Annayev

মোহনবাগানের বিরুদ্ধে গোল, লক্ষ্যপূরণ হওয়ায় উচ্ছ্বসিত আহালের এনোয়ার

এখন সবুজ-মেরুন ম্যাচ ভুলে ভবিষ্যতের লড়াইয়ে নজর দিয়েছেন তিনি।

'Mohun Bagan match is past...', Enver Annayev looks to future battles
Published by: Prasenjit Dutta
  • Posted:September 17, 2025 1:52 pm
  • Updated:September 17, 2025 2:02 pm  

শিলাজিৎ সরকার: মাস দশেক আগে এই যুবভারতীতে ম্যাচের শেষ দিকে নেমেছিলেন। মঙ্গলবারও নামলেন তেমনই সময়ে। শুধু নামলেনই না, গোল করে বদলে দিলেন ম্যাচের রং। সেই এনোয়ার আনায়েভের এবার নজর ভবিষ্যতের লড়াইয়ে।

Advertisement

যুবভারতীতে প্রত্যাবর্তনটা সুখেরই হল এনোয়ার আনায়েভের। আগেরবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছিলেন আর্কাডাগের হয়ে। আর এবার আহাল এফকে’র হয়ে খেললেন মোহনবাগানের বিরুদ্ধে। সদ্য ক্লাবে যোগ দিয়েই গোল করলেন, তাও আবার মহাদেশীয় প্রতিযোগিতায়। সেটাই যেন বাড়তি আনন্দ দিচ্ছে এনোয়ারকে। ম্যাচ শেষে টিম হোটেলে ফিরে বলছিলেন, “ক্লাবের হয়ে মহাদেশীয় মঞ্চে গোল করাটা লক্ষ্য ছিল। সেটা পূরণ হল। এই গোল আমার জন্য বড় বিষয়। গোলের পরের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

দুই দফায় ভারতীয় ফুটবলের দুই প্রধানের বিরুদ্ধে খেললেন এনোয়ার। কোন প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন তিনি? বছর উনিশের ফরোয়ার্ড বলছিলেন, “দু’টোই ভালো দল। বেশ শক্তিশালী। তবে দিনের শেষে দু’বারই আমার দল জিতেছে। এর থেকে ভালো কি-ই বা হতে পারে!” তবে আর মোহনবাগান ম্যাচ নিয়ে ভাবছেন না এনোয়ার। তাঁর বার্তা, “এই ম্যাচ এখন অতীত আমার কাছে। এবার পরের ম্যাচে ফোকাস করতে হবে।”

গত মরশুমে আর্কাডাগের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ লিগ জিতেছেন এনোয়ার। এবার লক্ষ্য আহালের হয়ে এসিএল ২ জেতা। বলে গেলেন, “পরিশ্রম ছাড়া ভালো ফল পাওয়া যায় না। এই প্রতিযোগিতায় আমাদের আরও ম্যাচ বাকি। সেগুলো জেতার জন্য ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। সামনে আরও কঠিন ম্যাচ খেলতে হবে আমাদের।” এমাসের শেষে জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে খেলবে এনোয়ারের আহাল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement