Advertisement
Advertisement
Mohun Bagan

রেলকে হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান, জয়ের ধারাবাহিকতার লক্ষ্যে নামছে সবুজ-মেরুন

উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না বাগান কোচ ডেগি কার্ডোজো।

Mohun Bagan is aiming for a winning streak

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:July 7, 2025 9:41 am
  • Updated:July 7, 2025 9:41 am  

স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচের হারটা এখন অতীত। বরং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ধ্বংসাত্মক রূপ দেখিয়েছিলেন পাসাং দোরজি তামাংরা। সোমবার বারাকপুর স্টেডিয়ামে প্রতিপক্ষ রেলওয়ে এফসির বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া সালাউদ্দিন আদনানরা।

Advertisement

আপাতত সোমবার উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। তবে সোমবার তিনি ডাগআউটে অনিশ্চিত। ‘এ’ লাইসেন্স কোচেদের একটি ওয়ার্কশপে যোগ দেবেন। ওয়ার্কশপটি কলকাতাতেই হবে। যদি সময়ের মধ্যে না শেষ হয়, তাহলে তাহলে ডাগআউটে ডেগির পরিবর্তে দল পরিচালনার দায়িত্ব থাকবেন সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল ও অভ্র মণ্ডল।

প্রথম ম্যাচে নামার সময় প্রস্তুতির খুব বেশি সময় পাওয়া যায়নি। তারপর দু’টি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। এই সময়ের মধ্যে দলকে আরও গুছিয়ে নিতে পেরেছেন ডেগি। শুধু চোটের জন্য এই ম্যাচেও পাওয়া যাবে না উমের মুখেরকে। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তুষার বিশ্বকর্মারও। এদিন উমের রিহ্যাব করলেও হালকা অনুশীলন করেন তুষার। বাকিরা সবাই ফিট। ধীরে ধীরে ছন্দ ফিরে আসায় খুশি ডেগি। তবে রেলকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। তিন ম্যাচ খেলে একটা জয় দু’টো হার রেলের দলটির। সোমবার মাঠে নামার আগে ডেগি বলেন, “আমরা ইতিবাচক রয়েছি। রিকভারি ভালো হয়েছে। আগের ম্যাচের জয়টা আত্মবিশ্বাস বাড়াতে কাজে লেগেছে। গত ম্যাচে জেতার যে খিদেটা ছিল ছেলেদের মধ্যে, সেটা এখনও আছে।

শুধু দেখতে হবে আত্মতুষ্টি যেন না আসে। অল্প সময়ও যদি ম্যাচ থেকে সরে যাই, তাহলে কী হতে পারে তা প্রথম ম্যাচে দেখা গিয়েছে। তবে এই লিগে সবাইকে চোট মুক্ত রাখাটা বড় কাজ।”

আজ কলকাতা লিগে
মোহনবাগান বনাম রেলওয়ে এফসি
বারাকপুর স্টেডিয়াম, দুপুর ৩.০০ সরাসরি এসএসইএন অ্যাপে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement