Advertisement
Advertisement
Mohun Bagan Day

নেতাজি ইন্ডোরে আজ জমকালো মোহনবাগান দিবস, তুঙ্গে সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা

এবার এই বিশেষ দিনে অতিরিক্ত পালক যোগ হয়েছে, প্রাক্তন সভাপতি টুটু বোসের ‘মোহনবাগান রত্ন’ প্রাপ্তি।

Mohun Bagan Day celebrated at Netaji Indoor Stadium today

নিজস্ব চিত্র

Published by: Prasenjit Dutta
  • Posted:July 29, 2025 9:19 am
  • Updated:July 29, 2025 9:19 am  

স্টাফ রিপোর্টার: আজ ২৯ জুলাই, ‘মোহনবাগান ডে।’

Advertisement

এই বিশেষ দিনটার দিকেই তো সারা বছর তাকিয়ে থাকেন সবুজ-মেরুন জনতা। এবার তাতে অতিরিক্ত পালক যোগ হয়েছে, প্রাক্তন সভাপতি টুটু বোসের ‘মোহনবাগান রত্ন’ প্রাপ্তি। আবেগ-ঐতিহ্য মিলে মিশে এবারের ‘মোহনবাগান ডে’ সত্যিই অন্যরকম। এবার যে উচ্ছ্বাসের মাত্রাটা একটু অন্যরকম, তা আগের দিন সন্ধ্যায় ক্লাবে গেলেই মালুম হল। গোটা ক্লাব চত্বর আলোকমালায় সজ্জিত। বৃষ্টি, দুর্যোগের মধ্যেও সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা। গান বাজছে ক্লাব জুড়ে। ক্লাব সচিব সৃঞ্জয় বোস সদস্য-সমর্থকদের মধ্যে ‘মোহনবাগান ডে’ পাস বিলি করছিলেন। ক্লাব তাঁবু ভিড়ে ভিড়।

মঙ্গলবার মোহনবাগান ডে’র অনুষ্ঠান শুরু। সকাল ৯টাতেই মোহনবাগান লেন থেকে যার যাত্রা শুরু। অমর একাদশকে মালা পরিয়ে সেখান থেকে মশাল যাত্রা ক্লাবের উদ্দেশে। অমর একাদশকে মালা পরাবেন, ক্লাব সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত, সহ-সভাপতি কুণাল ঘোষ, বিধায়ক অতীন ঘোষ। মশাল নিয়ে পদযাত্রা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এসে শেষ হবে মোহনবাগান ক্লাবে। সেখানে রাখা হবে জ্বলন্ত মশাল। বলা যায়, ‘মোহনবাগান ডে’র অনুষ্ঠান সেই শুরু। তারপর দুপুর থেকে একে একে পরপর অনুষ্ঠান। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান। তারপর ক্লাবের পতাকা উত্তোলন। সব শেষে ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ। যেখানে অংশ নেওয়ার জন্য প্রতি বছর প্রাক্তন ফুটবলাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বলতে গেলে মোহনবাগান ডে হচ্ছে, প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের ‘রি ইউনিয়ন।’ আর সেই রি ইউনিয়নকে উদ্দেশ্য করে মঙ্গলবার সবুজ-মেরুন তাঁবু মুখরিত হয়ে উঠবে প্রাক্তন ফুটবলারদের পদচারণায়।

মূল অনুষ্ঠান সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যা শুরু সৌরেন্দ্র আর সৌম্যজিতের গানের মাধ্যমে। এরপরই তো একে একে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলেট এরকম নানাবিধ পুরস্কার প্রদানের পর আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অনুষ্ঠানের সবচেয়ে অপেক্ষার মুহূর্ত, যখন প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস, যিনি টুটু বোস নামে অধিক জনপ্রিয়, মঞ্চে উঠবেন ‘মোহনবাগান রত্ন’ সম্মান নিতে। এখন থেকেই মোহনবাগান জনতা অধীর আগ্রহে অপেক্ষায়, মোহনহবাগান রত্ন পুরস্কার লগ্নে সদস্য-সমর্থকদের উদ্দেশে কী বলবেন তিনি। শেষে ইমন চক্রবর্তীর সঙ্গীত পরিবেশেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement