Advertisement
Advertisement
Mohammedan SC

ইনভেস্টর জট কাটাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহামেডান সমর্থকরা, দেওয়া হল স্মারকলিপি

বেশ কয়েক মাস ধরেই তুমুল ডামাডোল চলছে সাদা-কালো শিবিরে।

Mohammedan SC Supporters meets CM Mamata Banerjee over Investor dispute
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2025 1:59 pm
  • Updated:August 10, 2025 2:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনভেস্টর জট কাটাতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ মহামেডান সমর্থকরা। দিন দুই আগেই ক্লাবের আর্থিক সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন সাদা-কালো সমর্থকরা। এবার সরাসরি তাঁর সঙ্গে দেখা করে এলেন মহামেডান সমর্থকদের প্রতিনিধি।

Advertisement

সূত্রের খবর, রবিবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সমর্থকদের সম্মিলিত জোটের প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মন দিয়ে মহামেডান ক্লাবের সমস্যার কথা শোনেন। সমর্থকরা চাইছেন, যেভাবেই হোক ক্লাবের আর্থিক অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী। পুরোটা শোনার পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মমতা।

বেশ কয়েক মাস ধরেই তুমুল ডামাডোল চলছে সাদা-কালো শিবিরে। শেয়ার হস্তান্তর হয়নি বলে বিনিয়োগ স্থগিত রেখেছে মহামেডানের ইনভেস্টর শ্রাচী। অপর ইনভেস্টর বাঙ্কারহিলও একই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এহেন জটিল পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মহামেডান ফুটবলারদের বেতন। প্রতিবাদে তারা অনুশীলন বয়কটের পথে হেঁটেছেন। চলতি মরশুমে ডুরান্ড এবং কলকাতা লিগ দুই টুর্নামেন্টেই করুণ দশা সাদা-কালো শিবিরের। ক্লাব কর্তা এবং ইনভেস্টরদের দড়ি টানাটানিতে বিরক্ত হয়ে সমর্থকরা পথে নামতে বাধ্য হয়েছেন।

অতীতে একাধিক বার রাস্তায় নেমে ক্লাবকর্তাদের আচরণের প্রতিবাদ করেছেন সমর্থকরা। তাঁদের দাবি, ইনভেস্টর ও কর্তাদের নানা আচরণে ক্লাবের মানহানি হচ্ছে। এই পরিস্থিতিতে মুশকিল আসান করতে মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে সমর্থকরা। অতীতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ইনভেস্টর সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মহামেডান সমর্থকরাও তাঁর দিকেই তাকিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ