Advertisement
Advertisement
CFL

খিদিরপুরের কাছেও হার মহামেডানের, উয়াড়িকে উড়িয়ে জয়ের সরণিতে ভবানীপুর

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উয়াড়ির রক্ষণে ঝড় তোলে ভবানীপুর।

Mohammedan SC loses to Kidderpore SC, Bhawanipore Club wins after defeating Wari AC

ছবি সোশাল মিডিয়া

Published by: Prasenjit Dutta
  • Posted:July 17, 2025 5:24 pm
  • Updated:July 17, 2025 5:50 pm  

ভবানীপুর: ৩ (বিদ্যাসাগর ২, জোজো)
উয়াড়ি: ০

Advertisement

খিদিরপুর: ৩ (নওবা মেইতেই হ্যাটট্রিক)
মহামেডান: ২ (সজল বাগ, অ্যাডিশন সিং)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বার এগিয়ে গিয়েও শ্রীভূমিকে হারাতে ব্যর্থ হয়েছিল ভবানীপুর। তার আগে ডায়মন্ড হারবার এফসি’র কাছে হেরে গিয়েছিল। সেই কারণে বৃহস্পতিবার উয়াড়ির বিরুদ্ধে ম্যাচটি ভবানীপুর ক্লাবের কাছে ছিল কার্যত প্রত্যাবর্তনের লড়াই। আর সেই লড়াইয়ে একশোয় একশো পেলেন ভবানীপুরের বিদ্যাসাগর, সামাদ, জোজো, রিকিরা। ৩-০ গোলে উয়াড়িকে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল তারা। লিগের অন্য ম্যাচে মহামেডান স্পোর্টিং পরাজিত হয়েছে খিদিরপুরের কাছে। 

যদিও প্রথমার্ধে উয়াড়িকে সামলাতে কিছুটা বেগ পেতে হয় ভবানীপুরকে। যদিও প্রতিপক্ষকে বুঝে একাধিকবার উয়াড়ির রক্ষণভাগে হানা চালায় আকাশি-সাদা বাহিনী। সুকুরাম সর্দার, বিদ্যাসাগর সিংরা বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা থেকে গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উয়াড়ির রক্ষণে ঝড় তোলে ভবানীপুর। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিদ্যাসাগর। এর ঠিক তিন মিনিট পর জোজোর গোলে ব্যবধান বাড়ায় ভবানীপুর। ৬১ মিনিটে ফের গোল করেন বিদ্যাসাগর। এরপর মাঝমাঠের দখল পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় ভবানীপুর ক্লাবের কাছে। শেষপর্যন্ত ৩-০ গোলে উয়াড়িকে হারিয়ে জয়ে ফেরে ভবানীপুর।

লিগের অন্য ম্যাচে নিজেদের তৃতীয় ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না সাদা-কালো বাহিনী। এই ম্যাচে তারা কার্ড সমস্যার জন্য পায়নি দলের অধিনায়ক দীনেশ মেইতেইকে। তাঁর না থাকার প্রভাব যথেষ্ট পড়ল মহামেডানের খেলায়। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ১-১। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হজম করে বসে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। ৮২ মিনিটে সমতায় ফেরে মহামেডান। যদিও তাদের গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৬ মিনিটে খিদিরপুরকে এগিয়ে দেন নওবা মেইতেই। হ্যাটট্রিক করেন তিনি। শেষপর্যন্ত ২-৩ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় মহামেডানকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement