ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: মেসারার্সকে সাত গোল দিয়ে কলকাতা লিগে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। তবে সেই ফলাফল যাতে দলকে আত্মতুষ্ট না করে, তা নিশ্চিত করাই এখন প্রধান ভাবনা লাল-হলুদ রিজার্ভ দলের কোচ বিনো জর্জের। সেই কথা মাথায় রেখেই শুক্রবার নৈহাটিতে সুরুচি সংঘের মুখোমুখি হবেন তাঁরা।
প্রথম ম্যাচেই হাফডজন ভিন্ন ফুটবলার গোল করেছেন ইস্টবেঙ্গলের হয়ে। যদিও দ্বিতীয় ম্যাচে নামার আগে ফরোয়ার্ড লাইন নিয়েই কিছুটা চাপ রয়েছে বিনোর উপর। কারণ আগের ম্যাচে শুরু থেকে খেলা মনতোষ মাঝি চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত। বৃহস্পতিবার তিনি মাঠে এলেও সাইডলাইনে বসেছিলেন।
আবার জেসিন টিকে এখনও পর্যন্ত পুরো ম্যাচ খেলার অবস্থায় নেই। তিনিও উপস্থিত ছিলেন। তবে, সিচুয়েশন প্র্যাকটিসের সময় ছিলেন না। এই পরিস্থিতিতে সুরুচির বিরুদ্ধে নতুন ভূমিকায় দেখা যেতে পারে সায়ন বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে উইংয়ে শুরু করতে পারেন বিজয় মুর্মু বা মহম্মদ রোশাল।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে কালীঘাট মিলন সংঘকে চার গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করেছে সুরুচি সংঘ। সুতরাং বোঝাই যাচ্ছে, প্রথম ম্যাচ থেকেই ছন্দে রয়েছেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। তাঁরা লাল-হলুদ ক্লাবকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী।
আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম সুরুচি সংঘ
বিকাল ৫০০, নৈহাটি স্টেডিয়াম
কলকাতা পুলিশ বনাম মহামেডান দুপুর ৩.০০, বারাকপুর স্টেডিয়াম
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.