Advertisement
Advertisement
Denis Law

‘দ্য কিং’-এর চিরবিদায়, প্রয়াত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডেনিস ল

১৯৬৪ সালে ব্যালন ডি'ওর-ও জিতেছিলেন স্কটল্যান্ডের ফুটবলার।

Manchester United and Scotland legend Denis Law has died at the age of 84
Published by: Arpan Das
  • Posted:January 18, 2025 8:56 am
  • Updated:January 18, 2025 8:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও স্কটল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেনিস ল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। টানা ১১ এগারো বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছিলেন ডেনিস ল। ৪০৪ ম্যাচে রয়েছে ২৩৭ গোল। ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘দ্য কিং’ নামে। ১৯৬৪ সালে ব্যালন ডি’ওর-ও জেতেন কিংবদন্তি ফুটবলার।

Advertisement

১৯৪০ সালে জন্ম ডেনিসের। ফুটবল জীবন শুরু ইংল্যান্ডের হাডারসফিল্ড টাউনে। পরে ম্যাঞ্চেস্টার সিটি ও ইটালির তোরিনোতে খেলে চলে আসেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। ১৯৬২ থেকে ১৯৭৩ পর্যন্ত রেড ডেভিলসের জার্সিতেই খেলেন তিনি। জর্জ বেস্ট ও স্যার ববি চার্লটনের সঙ্গে ডেনিসের যুগলবন্দি একাধিক সাফল্য এনে দেয় ম্যাঞ্চেস্টারকে। ক্লাবের সামনে ‘ত্রিমূর্তি’র উপস্থিতি সেই সাফল্যের প্রমাণ।

১৯৬৪ সালে একমাত্র স্কটিশ প্লেয়ার হিসেবে ব্যালন ডি’ওর জেতেন ডেনিস ল। সেই বছর লিগে ২৮টি গোল করেছিলেন তিনি। এছাড়া ১৯৬৫ ও ১৯৬৭ সালে লিগ খেতাব ও ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জয়ী দলেও ছিলেন তিনি। স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে রয়েছে ৩০টি গোল। ২০২১ সাল থেকে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়ার মতো জটিল রোগে ভুগছিলেন। অবশেষে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর পরিবার থেকে বিবৃতি দিয়ে বলেছে, “ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে যে, আমাদের বাবা ডেনিস ল প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন লড়াই করেছেন। অবশেষে শান্তি পেলেন।” ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকেও জানানো হয়েছে, “স্ট্রেটফোর্ডের রাজা ডেনিস ল-এর প্রয়াণে আমরা শোকাহত। গোল করার দক্ষতা, খেলার প্রতি ভালোবাসা ও আবেগের জন্য তিনি একটা প্রজন্মের নায়ক ছিলেন।” শোকপ্রকাশ করা হয়েছে ইংল্যান্ডের অন্যান্য ক্লাব, ফুটবলার ও উয়েফার পক্ষ থেকেও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement