মামণি পাঠচক্র: ১ (ডেভিড মতলা)
ইস্টবেঙ্গল: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের ম্যাচেই ডার্বি। তার আগে বেসামাল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তের গোলে মামণি পাঠচক্রের কাছে ১-০ ব্যবধানে হারল বিনো জর্জের দল। পাঠচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা। এখনও লিগে অপরাজিত পাঠচক্র।
আগের ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে কোনও মতে ড্র করেছিল ইস্টবেঙ্গল। ২ গোলে পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছিলেন প্রভাত লাকরারা। ম্যাচের পর লাল-হলুদের কোচ বিনো ক্ষমা চেয়ে নিয়েছিলেন সমর্থকদের থেকে। আর এই ম্যাচের আগে তাঁর মূল চিন্তা ছিল ক্লিনশিট না রাখতে পারা। বারাকপুর স্টেডিয়ামে কিন্তু দুটো সমস্যার কোনওটারই সমাধান হল না। সেই একই পরিকল্পনাহীন খেলা, ডিফেন্সে সেই ফাঁকফোকর। যার সুফল তুলল পার্থ সেনের ছেলেরা। ৮৭ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ছিটকে বেরিয়ে যান ডেভিড। লাল-হলুদের গোলকিপার আদিত্য পাত্র এগিয়ে এলেও শেষরক্ষা করতে পারেননি।
এখানেই শেষ নয়। গোটা ম্যাচ জুড়ে চোখে পড়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের তালমিলের অভাব। নেই কোনও স্ট্রাইকারও। সেখানে মামণি পাঠচক্র আগুনে ফর্মে রয়েছে। চার ম্যাচের চারটিতে জিতে লিগ শীর্ষে তারা। এখনও পর্যন্ত কোনও গোল খায়নি। যার নেপথ্যে গোলকিপার অর্ণব দাস। সম্প্রতি তাঁর মা প্রয়াত হয়েছেন। কিন্তু তারপরও মাঠে নামতে চেয়েছেন। আর গোলপোস্টের তলায় দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন তিনি। শেষের দিকে ইস্টবেঙ্গল সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু ঠিক সময় বেরিয়ে এসে দলের পতন রোধ করেন তিনি। একইভাবে প্রশংসা প্রাপ্য পাঠচক্রের গোটা রক্ষণবিভাগের। সুপরিকল্পিত চক্রব্যূহে তারা আটকে দিলেন ইস্টবেঙ্গলের সমস্ত আক্রমণকে।
FT | Defeat in Barrackpore 💔
— East Bengal FC (@eastbengal_fc)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.