Advertisement
Advertisement
Luis Suarez

ফাইনাল হারতেই বিপক্ষ কোচের মুখে থুতু, বিতর্কে সুয়ারেজ, হতে পারে বড় শাস্তি

মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানোও সমালোচনা করেছেন সুয়ারেজের।

Luis Suarez in controversy after spitting in the face of the opposing coach in frustration after losing the final
Published by: Prasenjit Dutta
  • Posted:September 1, 2025 1:26 pm
  • Updated:September 1, 2025 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে লুমেন ফিল্ডে ৩-০ গোলে হেরে ট্রফি অধরা থেকেছে ইন্টার মায়ামির। ফাইনালে দেখা যায়নি মেসি ম্যাজিক। তবে, ম্যাচের শেষে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। যা নিয়ে চর্চা অব্যাহত। হারের হতাশা সহ্য করতে না পেরে সিয়াটলের এক সহকারী কোচের মুখে প্রকাশ্যে থুতু দিয়ে বসেন লুইস সুয়ারেজ। এর ফলে সুয়ারেজকে নিয়ে চলছে সমালোচনা। এমনকী মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানোও সমালোচনা করেছেন সুয়ারেজের।

Advertisement

ম্যাচের পর দুই দলের ফুটবলারদের মধ্যে তুমুল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায়ত। কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন সুয়ারেজ এবং সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেড ভারগাস। ক্যামেরায় ধরা পড়ে, বিপক্ষ ফুটবলারের গলায় হাত শক্ত করে জড়িয়ে ধরেছেন। মার্সেলো ওয়েইগান্দ, রদ্রিগো দে পল ও গোলরক্ষক অস্কার উস্তারির মতো ফুটবলাররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

যদিও ঝামেলা তখনও থামার জো ছিল না। সুয়ারেজ হঠাৎই সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালক জিনে রামিরেজকে করে থুতু দেন। সেই সময় ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি দ্রুত সুয়ারেজকে সেখান থেকে সরিয়ে আনেন।

এমন ঝামেলার কারণে শিরোপা উদযাপন অনুষ্ঠান শুরু হতেও দেরি হয়। সুয়ারেজের এহেন আচরণের পর শাস্তির খাঁড়া নেমে আসতে পারে। হতে পারে বড় অঙ্কের জরিমানা। এমনকী বেশ কিছু ম্যাচে নিষেধাজ্ঞার কবলেও পড়তে হতে পারে। খেলা শেষে মাসচেরানো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ বিষয়ে বেশি কিছু বলার মতো জায়গায় নেই। এমন ধরনের ঘটনা আমরা কেউই দেখতে চাই না।” উল্লেখ্য, এই ঘটনার ফল ফিরে এল ২০১৪ সালের বিশ্বকাপে ইটালির বিরুদ্ধে ম্যাচে চিয়েলিনিকে কামড়ের সুয়ারেজের সেই স্মৃতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement