সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা পর্বে ব্রাজিলকে হারিয়ে ওঠার অব্যবহিত পরে আর্জেন্টিনার কোচ স্কালোনি (Lionel Scaloni) ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চান তিনি। এর নেপথ্যে নাকি লিওনেল মেসি (Lionel Messi)। মহানায়কের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের জন্যই নাকি দলের রিমোট কন্ট্রোল ছাড়তে চান স্কালোনি। এমনটাই জানা গিয়েছে ‘দ্য অ্যাথলেটিক’ নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মারাকানা স্টেডিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। বিশৃঙ্খলার প্রতিবাদে মাঠ ছেড়ে দল নিয়ে বেরিয়ে যান লিওনেল মেসি (Lionel Messi)।
স্কালোনি ও মেসির মধ্যে বিবাদের এটাই কারণ বলে জানিয়েছে সেই সংবাদ মাধ্যমটি। তাদের খবর অনুযায়ী, কোচ স্কালোনিকে জিজ্ঞাসা না করেই দল নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। আর এতেই ক্ষুব্ধ হন স্কালোনি। ব্রাজিলকে মাটি ধরানোর পরে স্কালোনি সাংবাদিক বৈঠকে বলেন, ”আমি কী করবো, তা নিয়ে বিস্তারিত চিন্তাভাবনা করতে হবে।”
স্কালোনি বা মেসি অবশ্য এবিষয়ে কোনও মন্তব্যই করেননি। স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.