Advertisement
Advertisement
Lionel Messi

ইন্টার মায়ামিতে লোভনীয় বেতন! নতুন চুক্তিতে কত কোটি ঢুকবে মেসির পকেটে?

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি।

Lionel Messi's Whopping Weekly Salary With Inter Miami Revealed

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 19, 2025 5:49 pm
  • Updated:September 19, 2025 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি কি খুব দ্রুত অবসর নিতে চলেছেন? অনেকেরই সেরকম আশঙ্কা ছিল। তবে ইন্টার মায়ামির সঙ্গে তিনি নতুন চুক্তির পথে হাঁটতে চলেছেন। চুক্তিবৃদ্ধির কাজও অনেকটাই এগিয়েছে। আর সেক্ষেত্রে কত টাকা আয় করতে চলেছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি?

Advertisement

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্জেন্তিনীয় কিংবদন্তির সঙ্গে আড়াই বছরের চুক্তি চলতি বছরেই শেষ হবে। মাঝে জল্পনা ছড়ায় ২০২৬-র বিশ্বকাপকে মাথায় রেখে ইউরোপের ক্লাবে ফিরতে পারেন তিনি। কিন্তু সেসব নেহাতই জল্পনা। জানা গিয়েছে, কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাঁর সঙ্গে মেজর লিগ সকারের ক্লাবটি চুক্তি বাড়াবে।

সেক্ষেত্রে প্রাক্তন বার্সেলোনা তারকা প্রতি সপ্তাহে পাবেন আকর্ষণীয় ৩০২,৭৭২ পাউন্ড। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় পরিমাণ সাড়ে তিন কোটি টাকার বেশি। এখানেই শেষ নয়। এর সঙ্গে আছে বোনাস ও স্পনসরশিপের টাকা। তবে এর আগে মায়ামি থেকে বেশি অর্থ পেয়েছেন মেসি। আড়াই বছরে যার পরিমাণ ছিল ৪০০ কোটি টাকার বেশি। মেসির পর ইন্টার মায়ামিতে সর্বোচ্চ বেতন সার্জিও বুস্কেটসের। সেই তুলনায় লুইস সুয়ারেজ ও জর্সি আলবার বেতন কম।

জানা গিয়েছে, কমপক্ষে আরও দু’বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির সম্প্রসারণ করতে চলেছে মায়ামি। মেসি এবং মায়ামির মধ্যে আলোচনা প্রায় ৮৫ শতাংশ সারা। ওয়াকিবহাল মহলের মতে, মেসি তাঁর খেলোয়াড়ি জীবনের শেষটা হয়তো ইন্টার মায়ামিতেই করতে চলেছেন।

২০২৩ সালে এই মার্কিন ক্লাবে আসার পর ৪৬টি এমএলএস ম্যাচে তিনি ৪১টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ২৭টি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৬২টি ম্যাচে মেসির গোল সংখ্যা ৫৪। মেসির নৈপুণ্যেই সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ২০ ম্যাচে করেছেন ১১টি গোল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement