সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই আমেরিকার লিগ কাপ ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে হেরেছিল ইন্টার মায়ামি। মার্কিন মুলুকে তৃতীয় ট্রফি জয়ের স্বাদ অধরা থেকে যায় লিওনেল মেসির। তবে মেজর লিগ সকারে ‘বদলা’ নিল মায়ামি। গোলে ফিরলেন মেসি। সিয়াটেলকে ৩-১ গোলে হারিয়ে লিগে জয়ের সরণিতে ফিরল ডেভিড বেকহ্যামের দল।
লিগ কাপ ফাইনালে ০-৩ গোলে হেরেছিল মায়ামি। তারপর এমএলএসে শার্লটের কাছেও ৩-০ গোলে হারে মেসির দল। দুটো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন আর্জেন্তিনীয় মহাতারকা। অবশেষে চেনা ছন্দে ফিরলেন তিনি। গোল করলেন, গোল করালেন। সিয়াটেলকে উড়িয়ে মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সের সেরা পাঁচে উঠে এল।
১২ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন জোর্দি আলবা। মাঝমাঠে বল ধরে কোমরের এক মোচড়ে অসহায় করে দেন সিয়াটেলের রক্ষণকে। সেখান থেকে পাস দেন একদা বার্সেলোনার সতীর্থ আলবাকে। অভিজ্ঞ সাইডব্যাক গোল করতে ভুল করেননি। ৪১ মিনিটে গোল করলেন মেসি স্বয়ং। এবার অ্যাসিস্ট আলবার। বাঁপ্রান্ত থেকে তাঁর মাটিঘেঁষা পাস শরীর ছুড়ে পা ছুঁইয়ে গোলে জড়িয়ে দেন মেসি। তার আগে অবশ্য একটি সহজ সুযোগ তিনি হাতছাড়া করেন।
৫২ মিনিটে রদ্রিগো দে পলের অ্যাসিস্ট থেকে গোল করেন ইয়ান ফ্রে। ৩ গোলে পিছিয়ে যাওয়ার পর অবশ্য ঘরের মাঠে খানিক তেড়েফুঁড়ে ওঠে। ৬৯ মিনিটে একটি গোল শোধও করে তারা। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতে মায়ামি। মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সের লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। যদি প্রথম চারের দলগুলোর থেকে তিনটি ম্যাচ কম খেলেছেন মেসিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.