সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় মেসি ম্যাজিক অব্যাহত। মাঝে ইন্টার মায়ামি কিছুটা পথভ্রষ্ট হলেও পর পর দুই ম্যাচ জিতে প্রথম তিনে উঠে এল। মন্টেরিয়ালের পর কলম্বাস ক্রুকে ৫-১ গোলে হারাল তারা। সেখানে দুই গোল ও দুই অ্যাসিস্ট। বড় রেকর্ডও গড়লেন আর্জেন্তিনীয় মহাতারকা। ফিফা ক্লাব বিশ্বকাপের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে মায়ামির।
১৩ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। মাঝমাঠ থেকে অসাধারণ ক্রস এসে পড়ে আলেন্দের পায়ে। ডান পায়ের জোরালো শটে জালে বল জড়িয়ে দেন তিনি। দু’মিনিট পর মেসির জাদু। তাতে অবশ্য কিছুটা অবদান রয়েছে কলম্বাসের গোলকিপারেরও। ক্লিয়ার করতে গিয়ে সোজা বল তুলে দেন বক্সের ঠিক বাইরে থাকা মেসিকে। বুকে রিসিভ করেই আলতো চিপ করে দেন। বিপক্ষ গোলকিপার বহুচেষ্টাতেও বল নাগাল পাননি।
২৪ মিনিটে ফের গোল মেসির। সার্জিও বুস্কেটসের থেকে বল পেয়ে কলম্বাসের গোটা রক্ষণভাগকে বোকা বানান। তারপর বক্সে ঢুকে ফের চিপ। এবার গোলকিপার এগিয়ে এসেও ব্যর্থ হলেন। মায়ামির হয়ে আমেরিকার লিগে ৩১টি গোল হয়ে গেল মেসির। এর আগে ২৯টি গোলে মায়ামির সর্বোচ্চ গোলদাতা ছিলেন গঞ্জালো হিগুয়েন। তাঁকে টপকে গেলেন মেসি।
৫৮ মিনিটে একটি গোল শোধ করে কলম্বাস। গোটা ম্যাচ জুড়ে মায়ামির আধিপত্য থাকলেও বারোটা শট নিয়েছিল বিপক্ষ। কিন্তু ডেভিড বেকহ্যামের ক্লাব ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল ফিনিশিং দক্ষতায়। ৬৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন সুয়ারেজ। ৮৯ মিনিটে পঞ্চম গোলটি করেন বদলি হিসেবে নামা ফাফা। অ্যাসিস্ট সেই মেসিরই। মাঝমাঠে যখন তিনি বল ধরেন, তখন তাঁকে ঘিরে ধরতে আসছিলেন তিনজন। কিন্তু তাঁরা শুধু দর্শক হয়ে রইলেন। মাঝমাঠের এপার থেকেই মুহূর্তের মধ্যে বল ধরে সোজা পাসে ভেঙে দিলেন কলম্বাসের যত প্রতিরোধ। শেষ পর্যন্ত ৫-১ গোলে জেতে ইন্টার মায়ামি। এমএলএসের পূর্ব বিভাগে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মেসিরা।
EL SOMBRERITO DEL GOAT 😮💨
— Inter Miami CF (@InterMiamiCF)
LA MAGIA DEL 1️⃣0️⃣ 🐐✨ DICE PRESENTE
— Inter Miami CF (@InterMiamiCF)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.