প্রসূন বিশ্বাস: কালীঘাট এমএস ম্যাচ শেষ হতে না হতেই কল্যাণী স্টেডিয়ামের সবুজ-মেরুন দর্শকরা ডার্বির মেজাজে চলে গেলেন। স্লোগানে স্লোগানে তখন যেন কল্যাণ স্টেডিয়ামের গ্যালারি সবুজ আর মেরুন। তখনই কিয়ান নাসিরি, সুহেল ভাটদের ইস্টবেঙ্গল ম্যাচে খেলতেই হবে, এমন সব দাবি তখন থেকেই মোহনবাগান কোচ ডেগি কার্ডোজোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন সমর্থকরা।
আর ডেগি? তিনি এক দৃষ্টে অকিয়ে আছেন কল্যাণীর মাঠের দিকে। হয়তো বৃষ্টিভেজা মাঠের বেশ কয়েক জায়গায় ঘাস উঠে যাওয়া দেখছিলেন। এখনও পর্যন্ত আইএফএ অনড়, এই মাঠেই ডার্বি হবে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলে উঠলেন, “ফুটবলারদের খেলার জন্য এই মাঠ উপযুক্ত নয়। প্রচণ্ড উঁচু-নিচু রয়েছে অনেক জায়গায়। পা ঢুকে যাচ্ছে ফুটবলারদের। আইএফএ-কে ভাবতে হবে। আমার মনে হয়, এই মাঠ ডার্বির জন্য উপযুক্ত নয়।”
কলাণী স্টেডিয়ামে ডার্বি হচ্ছে এই ঘোষণা হওয়ার পর থেকেই কল্যাণীতে যেন সাজো সাজো রব। স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করে দিয়েছে কল্যাণী স্টেডিয়াম কমিটি। ছোটোখাটো গ্যালারি সংস্কারের কাজ চলছে। এমনিতেই মূল ভিভিআইপি গেটে বসেছে দুই কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। রাতের কৃত্রিম আলোয় সেই মূর্তি যেন আরও প্রাণবন্ত। এদিন সকালে আইএফএ কর্তারা বৈঠকে বসেছিলেন স্টেডিয়াম কমিটি ও পুলিশের সঙ্গে। সেখানে একপ্রস্থ আলোচনা হয়েছে ডার্বি নিয়ে। তবে সন্ধ্যায় ডার্বি নিয়ে পুলিশি অনুমতি না মেলার খবরে সেই কল্যাণী স্টেডিয়ামের কর্মীরা যেন কিছুটা টেনশানে।
এদিন ম্যাচ জিতে উঠেই মোহনবাগান কোচ বলে দিলেন, ডার্বির জন্য তারা পুরোপুরি তৈরি। তবে কিয়ান, সুহেলদের তিনি আদৌ ব্যবহার করবেন কি না বড় ম্যাচে, তা ঠিক করবেন দলের মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে। তিনি বলেন, “ওরা সদ্য এসেছে। এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইছি না। মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলব। ওদের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেব।” ধীরে ধীরে দলের মধ্যে বোঝাপড়া গড়ে উঠছে মোহনবাগানের। আগের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করছে আক্রমণভাগের ফুটবলাররা, যাকে ইতিবাচক বলছেন মোহনবাগান কোচ। তাঁর কথায়, “অনেক সুযোগ তৈরি হওয়ার মানে দলে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বেড়েছে।” আপাতত ডার্বির এক ম্যাচ আগে ছন্দে রয়েছে মোহনবাগান। আর এই ছন্দটাকেই ধরে রাখতে চান ডেগি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.