Advertisement
Advertisement
Xavi

জাভির ‘ওয়াচলিস্টে’ আইএসএল, কেন ভারতীয় লিগেও চোখ রাখেন স্প্যানিশ ফুটবলার?

ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলাও দেখেন তিনি?

ISL on Xavi's 'watchlist', why does the Spanish footballer also have his eyes on the Indian league?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 9, 2025 10:23 am
  • Updated:May 9, 2025 10:23 am   

স্টাফ রিপোর্টার: পেশাদার ফুটবলার হিসাবে কেরিয়ার শেষ করেছেন অনেক আগেই। আপাতত কোচ হিসাবেও কাজ করছেন না কোথাও। ফলে সারাদিনই অফুরন্ত সময় জাভি হার্নান্ডেজের হাতে। সেই সময়টা ফুটবল দেখে কাটান এই স্প্যানিশ মহাতারকা। আর বিশ্বের প্রথমসারির বিভিন্ন লিগের পাশাপাশি ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচও দেখেন জাভি!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসর জীবন নিয়ে মুখ খুলেছেন জাভি। ২০১৯ সালে ফুটবলার জীবন শেষ করেন তিনি। তারপর কোচিংয়ে আসেন। ২০২৪ সালে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর আর কোনও ক্লাবের দায়িত্ব গ্রহণ করেননি। বরং এখন বাড়িতে বসে বিভিন্ন ফুটবল ম্যাচ দেখে সময় কাটান তিনি। নিজেই বলছিলেন, “আমি সারাদিন ফুটবল দেখতে পারি। ২৪ ঘণ্টাই। বউ তো বিরক্ত হয়ে যায়! একদিনে আটটা ম্যাচও দেখেছি।”

ঠিক কোন কোন লিগ দেখেন জাভি? তাঁর জবাব, “সবচেয়ে বেশি লা লিগা। তারপর প্রিমিয়ার লিগ। ফ্রেঞ্চ লিগ বেশি দেখা হয় না। তবে পিএসজি আর মার্শেইয়ের খেলা দেখি। ইতালিতে কোমো। কারণ ওখানে আমার দুই বন্ধু আছে, সেস ফাব্রেগাস ও সের্গি রবার্তো। বন্ধুত্বের জন্যই সৌদি আর কাতারের লিগ দেখি। পানামার লিগও। আর মাঝে মধ্যে ভারতীয় লিগেও চোখ রাখি। কারণ ওখানে অনেক স্প্যানিশ কোচ রয়েছেন।”

সদ্যসমাপ্ত আইএসএলে সব মিলিয়ে জনা সাতেক স্প্যানিশ কোচ দায়িত্ব সামলেছেন। এরমধ্যে ইস্টবেঙ্গলের কার্লেস কুয়াদ্রাত ও অস্কার ব্রুজো এবং মোহনবাগানের জোসে মোলিনাও আছেন। ফলে স্প্যানিশ কোচদের সূত্রে জাভির ‘ওয়াচলিস্টে’ যে ইস্টবেঙ্গল-মোহনবাগানেরও নাম আছে, বলে দেওয়াই যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ