দুলাল দে: ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ‘শর্ট অর্ডারে’ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী মরশুমে আইএসএল-সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারবে AIFF। ইতিমধ্যে সুপার কাপের দিনক্ষণও জানিয়ে দিয়েছে ফেডারেশন। এবার আইএসএলের দশ ক্লাব মিলিতভাবে চিঠি দিল এআইএফএফ-কে। টেন্ডার ডেকে নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান জানিয়েছে ক্লাবগুলো।
চেন্নাই, পাঞ্জাব, বেঙ্গালুরু, গোয়া, হায়দরাবাদ, কেরালা, নর্থইস্ট, ওড়িশা, জামশেদপুর ও মুম্বই- আইএসএলের দশ ক্লাব মিলিতভাবে চিঠি দিয়েছে ফেডারেশনকে। তাদের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এআইএফএফ যেভাবে আইএসএলের কর্মাশিয়াল স্বত্বের টেন্ডারের জন্য সক্রিয়তা দেখিয়েছে, তা প্রশংসাযোগ্য। তাছাড়া সুপার কাপ আয়োজনে তৎপরতা দেখিয়ে দিনক্ষণ ঘোষণা করায় ক্লাবগুলির পরিকল্পনায় সুবিধা হবে।’
আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে অনেক ক্লাব প্লেয়ারদের বেতন বন্ধ রেখেছে। এই অবস্থায় আইএসএলের স্পনসর পেলে ক্লাবগুলোর পক্ষে সুবিধা হবে। তারা লিখেছে, ‘আমরা আশা করি এআইএফএফ দীর্ঘমেয়াদি কমার্শিয়াল পার্টনার খুঁজে পাবে। তাতে ক্লাবগুলি নিজেদের পরিকল্পনা বজায় রাখতে পারবে, নিজেদের স্পনসর ধরে রাখতে পারবে এবং বর্তমানে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা তৈরি হবে না।’ অর্থাৎ, ফেডারেশন যেন আপাতত সমস্যা সমাধানের জন্য তৎপরতা দেখানোর নামে ক্ষণস্থায়ী উপায় না খোঁজে সেটা যেন মনে করিয়ে দেওয়া হল।
তারা আরও লিখেছে, ‘আমরা আত্মবিশ্বাসী যে টেন্ডার কমিটি ও পর্যবেক্ষক কমিটির সাহায্যে এআইএফএফ সমস্ত নীতি মেনে এমন পার্টনারের সঙ্গে চুক্তি করবে, যারা আর্থিকভাবে সমৃদ্ধ ও স্থিতিশীল হবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারবে এবং আগে কোনও ঋণখেলাপি ইতিহাস নেই। আমরা বিশ্বাস করি খেলাধুলো ও ফুটবল প্রশাসনে সেই বিষয়ে অভিজ্ঞ লোকেদের থাকা উচিত। ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতি নতুন কর্মাশিয়াল পার্টনারের বিশ্বাসযোগ্যতা, দক্ষতা ও আর্থিক অবস্থার উপর নির্ভর করবে।’
এই পরিস্থিতিতে গোটা প্রক্রিয়ায় এআইএফএফ বা কমিটিগুলোর যদি কোনও পরামর্শের প্রয়োজন হয়, তাহলে ক্লাবগুলো অবশ্যই তাদের পাশে থাকবে বলেই জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.