Advertisement
Advertisement
Lionel Messi

আমেরিকার লিগে আচমকা ‘নিষিদ্ধ’ মেসি, কী অপরাধ ইন্টার মায়ামি তারকার?

নিষেধাজ্ঞার জেরে কী প্রতিক্রিয়া মেসির?

Inter Miami star Lionel Messi has been given a one match ban by MLS

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:July 26, 2025 12:36 pm
  • Updated:July 26, 2025 12:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ফুটবল লিগে আচমকাই ‘নিষেধাজ্ঞা’র কবলে লিওনেল মেসি ও জর্দি আলবা। তবে সেটা একম্যাচের জন্য। দুই তারকার দল ইন্টার মায়ামির পরের ম্যাচ এফসি সিনসিনাটির বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না তাঁরা। কিন্তু কী অপরাধ করলেন বার্সেলোনার দুই প্রাক্তন তারকা?

Advertisement

আসলে গত বুধবার টেক্সাসে এমএলএস অল স্টারের সঙ্গে ম্যাচ ছিল মেক্সিকো লিগা এমএক্স অলস্টারের। অর্থাৎ আমেরিকার লিগে খেলা সেরা একাদশের বিরুদ্ধে মেক্সিকোর লিগের সেরা একাদশের ম্যাচ। এমনিতে ম্যাচটি প্রীতিমূলক। সেখানে লিগা এমএক্সের হয়ে সার্জিও র‍্যামোসের মতো তারকাও খেলেছেন। তারপরও এমএলএস অলস্টার ৩-১ গোলে ম্যাচ জেতে।

কিন্তু সেই ম্যাচে আমন্ত্রণ থাকা সত্ত্বেও খেলেননি মেসি ও আলবা। আর সেই কারণেই তাঁদের মেজর লিগ সকারের এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হল। অলস্টার ম্যাচে অংশগ্রহণ না করায় মেসির মতো তারকার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে এমএলএসের তরফ থেকে বলা হয়েছে, ‘লিগের নিয়ম অনুযায়ী যাঁরা অলস্টার ম্যাচে আগে থেকে না জানিয়ে অংশগ্রহণ করেনি, তাঁরা লিগে ক্লাবের পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন না।’

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন মেসি। ৩৮ বছর বয়সেও শেষ ৫ ম্যাচে জোড়া গোল করেছেন। তবে আচমকাই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হওয়ায় ‘মনখারাপ’ মেসির। ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জে মাস জানিয়েছেন, “ওরা খুবই ভেঙে পড়েছে। এই লিগটাকে মেসি ভালোবাসে। একটা জিনিস দুজনেই বুঝতে পারছে না, কেন একটা প্রীতি ম্যাচে না খেলায় একম্যাচে নিষিদ্ধ করা হচ্ছে।” এমএলএস কর্তৃপক্ষও জানিয়েছে, মেসিকে নিষিদ্ধ করা কঠিন সিদ্ধান্ত ছিল। এর মধ্যে ইন্টার মায়ামির ভক্তদের জন্য খুশির খবর, মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ রদ্রিগো ডি’পলকে সই করিয়েছে তারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ