ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে কঠিন গ্রুপে পড়ল ভারত। কাতার, বাহরিন এবং ব্রুনাই দারুসসালামের মুখোমুখি হতে হবে ভারতীয় ফুটবল দলকে। বৃহস্পতিবার কুয়ালা লামপুরে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই দেখা যায় বেশ শক্তপোক্ত দলগুলির বিরুদ্ধে মাঠে নামতে হবে ‘মেন ইন ব্লু’কে। গ্রুপ এইচে রয়েছে ভারত।
১-৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচগুলি কাতারে খেলবে ভারত। এদিন ড্রয়ে ৪৪টি দলকে এগারোটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপের বিজয়ী এবং চারটি সেরা রানার্সআপ দল এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে বসবে এই প্রতিযোগিতার আসর।
অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের প্রধান কোচ নওশাদ মুসা। ১ জুন থেকে কলকাতায় প্রস্তুতি সারবে ভারতীয় দল। এরপর ১৮ জুন এবং ২১ জুন তাজিকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ভারত। দু’টি ম্যাচই হবে তাজিকিস্তানে।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ
গ্রুপ এ: জর্ডন (আয়োজক), তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, ভুটান
গ্রুপ বি: জাপান, কুয়েত, মায়ানমার, আফগানিস্তান
গ্রুপ সি: ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুর, বাংলাদেশ
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, চিন, পূর্ব তিমুর, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
গ্রুপ ই: উজবেকিস্তান, প্যালেস্টাইন, কিরগিজ প্রজাতন্ত্র, শ্রীলঙ্কা
গ্রুপ এফ: থাইল্যান্ড, মালয়েশিয়া, লেবানন, মঙ্গোলিয়া
গ্রুপ জি: ইরাক, কম্বোডিয়া, ওমান, পাকিস্তান
গ্রুপ এইচ: কাতার, বাহরিন, ভারত, ব্রুনাই দারুসসালাম
গ্রুপ আই: সংযুক্ত আরব আমিরশাহী, আইআর ইরান, হংকং চিন, গুয়াম
India to play Qatar, Bahrain, Brunei Darussalam in AFC U23 Asian Cup Qualifiers
Read more 👉
— Indian Football Team (@IndianFootball)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.