Advertisement
Advertisement
Fifa Ranking

কাফা কাপে ব্রোঞ্জ জিতেও র‍্যাঙ্কিংয়ে পতন ভারতের, ১১ বছর পর ফিফা ক্রমতালিকায় শীর্ষে স্পেন

ব্রাজিল-আর্জেন্টিনা ক্রমতালিকায় কোথায়?

India drops one place to 134th, Spain tops football after 11 years of Fifa Ranking
Published by: Prasenjit Dutta
  • Posted:September 18, 2025 7:07 pm
  • Updated:September 18, 2025 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাফা নেশনস কাপে ভালো খেলেছে ভারত। তা সত্ত্বেও ফিফার র‍্যাঙ্কিংয়ে কোনও উন্নতি ঘটল না ‘ব্লু টাইগার্স’দের। বৃহস্পতিবার ফিফার তরফে প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নীচে নেমে গেল ভারতীয় ফুটবল দল। অন্যদিকে, ১১ বছর পর ফের বিশ্বের এক নম্বর ফুটবল খেলিয়ে দেশ হিসাবে উঠে এল স্পেন।

Advertisement

কাফা কাপে টাইব্রেকারে ওমানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। বহু দিন পর আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছিলেন ব্লু টাইগার্সরা। তা সত্ত্বেও তাঁরা এখন ১১১৩.৮ পয়েন্ট পেয়ে ১৩৪ নম্বরে। এর আগে ভারতের পয়েন্ট ছিল ১১১৩.২২। ভারতের ঠিক আগে রয়েছে কঙ্গো।

অন্যদিকে, ১১ বছর পর লুইস দে লা ফুয়েন্তের দলের উঠে আসা রূপকথার মতো। টানা ২৭ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন। ২৩ মার্চ, ২০২৩ সালের পর থেকে কোনও ম্যাচে হারেনি। এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়।

স্পেন আর্জেন্টিনাকে সরিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। মেসিরা দুই ধাপ নেমে গিয়ে তৃতীয়। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ফ্রান্স। ইংল্যান্ড চতুর্থ। এক ধাপ নেমে ব্রাজিল রয়েছে ষষ্ঠস্থানে। নেইমারদের সরিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সপ্তম থেকে দশম স্থানে যথাক্রমে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইটালি। তিন ধাপ নেমে জার্মানি এখন ক্রমতালিকায় ১২ নম্বরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement