Advertisement
Advertisement

Igor Stimac: বিতর্কিত মন্তব্যের জন্য ইগর স্টিমাচকে ‘শোকজ’ করল এআইএফএফ

ইগর স্টিমাচের উপর চাপ বাড়ল।

Igor Stimac issued show cause notice by the AIFF for his aggressive comments in the media। Sangbad Pratidin

ইগর স্টিমাচকে 'শোকজ' করল এআইএফএফ। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 2, 2023 7:45 pm
  • Updated:September 2, 2023 8:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ও ভারতীয় ফুটবলের বিভিন্ন দিক নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। সুনীল ছেত্রীদের হেড কোচ ইগর স্টিমাচকে ‘শোকজ’ করল এআইএফএফ। আগামী তিন দিনের মধ্যে জাতীয় দলের কোচকে জবাবদিহি করতে হবে বলে জানা গিয়েছে।

Advertisement

কয়েক দিন আগে এআইএফএফ-এর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইগর। বলেছিলেন, “ভারতে বিশ্বের সমস্ত সেরা মস্তিষ্কদের বসবাস।এখন তুমি আমাকে বলছ, ক্যালেন্ডারে সামান্য রদবদল ঘটিয়ে জাতীয় দলের জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করতে ব্যর্থ। সত্যি কথা বলায় আমার কোনও সমস্যাই নেই। যে আমাকে মিথ্যা প্রমাণ করতে চায়, জনসমক্ষে আমার সঙ্গে তর্ক করে জানান, সমস্যা কোথায়!”

একইসঙ্গে স্টিমাচ উল্লেখ করেছিলেন, “আমি এখানে কারও দয়া চাইতে আসিনি। আমার সাহায্য যদি না লাগে আমাকে বলে দিতে পারে, আমি চলে যাব।” তাঁর এই মন্তব্যে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল ভারতীয় ফুটবলে।

এর আগে ক্লাব গুলিকে স্টিমাচ উল্লেখ করেন, “আমি সমস্ত ক্লাবকে আমাদের জাতীয় দলগুলিকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আসন্ন মাসগুলিতে কিছু বড় টুর্নামেন্ট রয়েছে।এরমধ্যে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার, এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপ। আমরা একটি জাতি হিসাবে এশিয়া এবং বিশ্বের ফুটবল বড় শক্তিদের বিরুদ্ধে মাঠে সেরাটা দিতে চাই।” 

ইগরের এমন মন্তব্য মেনে নিতে পারেনি ফুটবল হাউস। তাই তাঁকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ