Advertisement
Advertisement
IFA Shield Final

IFA Shield Final Live: দ্বিতীয়ার্ধ শুরু, চোট পেয়ে উঠে গেলে এডমুন্ড, শিল্ড ফাইনালের খেলার ফলাফল আপাতত ১-১

প্রথমার্ধের সংযুক্ত সময়ে খেলায় ফিরল সবুজ-মেরুন।

IFA Shield Final Live: Apuiya equalizes for Mohun Bagan, the result of the game is 1-1 at the end of the first half
Published by: Prasenjit Dutta
  • Posted:October 18, 2025 5:22 pm
  • Updated:October 18, 2025 7:25 pm   

ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনালের ডার্বিতে দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। জিততে মরিয়া মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই শিবিরই। ডুরান্ড ডার্বি হারার পর শিল্ড ডার্বি বদলার ম্যাচ সবুজ-মেরুন শিবিরের কাছে। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে শিল্ড হাতে তুলতে চাইছে লাল-হলুদ। এই আবহেই কলকাতার দুই প্রধানের লড়াই যুবভারতীতে। রইল প্রতি মুহূর্তের আপডেট।

Advertisement

৫৩ মিনিট: সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। সাহালের ক্রস চলে আসে লিস্টনের কাছে। তাঁর শট আটকে দেন আনোয়ার।

৫২ মিনিট: প্রথম পরিবর্তন ইস্টবেঙ্গলের। চোট পেয়ে উঠে গেলেন এডমুন্ড। নামলেন পিভি বিষ্ণু।

৪৮ মিনিট: সবুজ-মেরুন স্টপার আলবার্তোকে হলুদ কার্ড দেখান রেফারি আর ভেঙ্কটেশ। 

দ্বিতীয়ার্ধ শুরু। দুই দলেই এখনও পর্যন্ত কোনও বদল হয়নি।  

৪৫+২ মিনিট: সমতায় ফিরল মোহনবাগান। ডানদিক থেকে সাহালের ভাসানো বল পান লিস্টন। সেখান থেকে আপুইয়া। তাঁর শট বারে লেগে মাটি ড্রপ খেয়ে বেরিয়ে আসে। বল গোললাইন পেরনোয় লাইন্সম্যান গোলের সিদ্ধান্ত দেন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে খেলায় ফিরল সবুজ-মেরুন। 

৩ মিনিট সংযুক্তি সময়।

৪৪ মিনিট: ফের সুযোগ নষ্ট হামিদের। মোহনবাগানের ডিফেন্সের ফাঁকফোকর বড্ড বেশি চোখে লাগছে। 

৪২ মিনিট: লাল-হলুদের হয়ে ব্যবধান বাড়াতে পারতেন হামিদ। তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়। এক্ষেত্রে দেখা গেল মহেশ, রশিদ, হামিদের ত্রিফলা আক্রমণ। 

৩৫ মিনিট: হামিদের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। বাঁ প্রান্ত থেকে দুর্দান্তভাবে উঠে আসেন মহেশ। তাঁরই পাসে অরক্ষিত অবস্থায় থাকা হামিদ গোল করেন।

৩২ মিনিট: পেনাল্টি থেকে গোল মিস কামিংসের।

২৭ মিনিট: কর্নার পেল মোহনবাগান। যদিও লিস্টনের সেটপিস ফলপ্রসূ ছিল না। 

১৯ মিনিট: দূরপাল্লার শট নিয়েছিলেন ইস্টবেঙ্গলের মহেশ নওরেম। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান বিশাল কাইথ। 

দুই দল ট্যাকটিক্যাল ফুটবল খেলছে। একে অপরকে বুঝে নেওয়ার চেষ্টা করছে দুই দলের ফুটবলাররা। 

১২ মিনিট: ক্রেসপোর নির্বিষ ফ্রিকিক।

৭ মিনিট: কামিংসের পাস থেকে দারুণ সুযোগ পেয়ে গিয়েছিলেন ম্যাকলারেন। তাঁর গোলমুখী শট বাঁচিয়ে দেন লাল-হলুদ গোলকিপার গিল। 

৪ মিনিট: প্রায় একক দক্ষতায় ইস্টবেঙ্গল বক্সে ঢুকে পড়েছিলেন লিস্টন কোলাসো। ফিনিশ করতে পারলেন না। 

৩ মিনিট: মোহনবাগানের অর্ধে আক্রমণ চালালেন বিপিন সিং। বাগান ডিফেন্স সজাগ থাকায় বিপদ হয়নি।

সন্ধে ৬টা: আইএফএ শিল্ড ফাইনালে মেগা ডার্বির কিক অফ।

দেখে নিন মোহনবাগানের প্রথম একাদশ
বিশাল (গোলকিপার), টম, থাপা, লিস্টন, শুভাশিস (অধিনায়ক), সাহাল, আলবার্তো, ম্যাকলারেন, কামিংস, আপুইয়া, মেহতাব।

দেখে নিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
গিল, রকিপ, কেভিন, আনোয়ার, নুঙ্গা, নওরেম, রশিদ, ক্রেসপো (অধিনায়ক), বিপিন, হামিদ, এডমন্ড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ