Advertisement
Advertisement
IFA Shield Final

ম্যাকলারেন ম্যাজিক বনাম ‘জাপানি বোমা’ হিরোশি! শিল্ড ফাইনালের ডার্বিতে শেষ হাসি হাসবে কে?

রইল দুই প্রধানের শক্তি-দুর্বলতা।

Here is the strength and weakness of East Bengal and Mohun Bagan before IFA Shield Final
Published by: Arpan Das
  • Posted:October 18, 2025 12:23 pm
  • Updated:October 18, 2025 12:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ফের কলকাতা ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে। মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ডার্বির ফল মোহনবাগানের পক্ষে যায়নি। এবার ছবিটা বদলাতে মরিয়া সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। অন্যদিকে অস্কার আবার লাল-হলুদের হয়ে প্রথম ট্রফি জিততে মুখিয়ে থাকবেন। হুঙ্কার-পালটা হুঙ্কার চলছে। এই পরিস্থিতিতে শিল্ড ফাইনালের ডার্বিতে পাল্লা ভারী কার দিকে?

Advertisement

আসলে ডার্বি সবসময়ই ৫০-৫০। কে যে কখন বাজিমাত করে যাবে, কে বলতে পারে? তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কি কিছুটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল? আবার মোলিনাও জানেন, ডার্বিতে জিতলে বাইরের ছবি অনেকটা বদলে যাবে। লাল-হলুদ বাহিনী এবার অনেকটাই শক্তিশালী। সুপার কাপ শুরুর আগে দল গুছিয়ে নিতে চাইছেন অস্কার। তবে মোহনবাগান কোচ মোলিনা খানিক দোলাচলে পড়তে পারেন। কার শক্তি-দুর্বলতা কীরকম?

মোহনবাগানের রক্ষণভাগে দুই বিদেশি টল অলড্রেড ও আলবার্তো রদ্রিগেজ আছেন। মেহতাব সিংয়ের আগমনে একজন বিদেশিকে রক্ষণে খেলাচ্ছেন মোলিনা। ফলে আক্রমণে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস ও রবসন রবিনহোকে একসঙ্গে খেলাতে পারছেন। দিমি-রবসনরা গোলের মধ্যে আছেন। মোহনবাগান সমর্থকদের আসল ভরসা স্থল কিন্তু সেই জেমি ম্যাকলারেন। কখন যে একটা পঞ্চাশ-পঞ্চাশ বলকে একশো শতাংশ গোলে পর্যবসিত করে দেবেন, ধরতেই পারবেন না। তবে ডার্বিতে মনবীর সিংকে পাওয়া যাবে কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। চোট সারিয়ে অনুশীলন করেছিলেন ঠিকই, তবে ম্যাচ ফিট নন। সেই সঙ্গে মাঝমাঠ এখনও জমাট বাঁধেনি। সেটাও কিছুটা ভাবাবে মোলিনাকে।

সেই তুলনায় ইস্টবেঙ্গল অনেকটাই গুছিয়ে নিয়েছে। মাঝমাঠ নিয়ন্ত্রণ করছেন মিগুয়েল, সল ক্রেসপোরা। মহম্মদ রশিদ শুধু ডিফেন্সের আগে ভরসা দিচ্ছেন না, গোলও করছেন। জয় গুপ্তা আর কেভিন আসার পর ইস্টবেঙ্গল ডিফেন্স যেরকম আগের থেকে অনেকটাই শক্তিশালী। রবসন রবিনহো আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর ছাত্র ছিলেন, সেটাও একটা অ্যাডভান্টেজ হতে পারে। জাপানি স্ট্রাইকার হিরোশিকে পাচ্ছেন কোচ অস্কার ব্রুজো। হিরোশি কী চমকে দেখাবেন, সেটা কেউ জানেন না। তবে সমস্যাও আছে। আগের ম্যাচে আক্রমণভাগে হামিদকে খেলাননি, সেই জায়গায় ডেভিডকে দেখে খানিক ছন্নছাড়া মনে হয়েছে। আরেকটা বড় সমস্যা হল মিগুয়েল ভালো খেলছেন ঠিকই, তবে গোলের দেখা পাচ্ছেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ