Advertisement
Advertisement
Nahuel Molina

মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টা! অল্পের জন্য প্রাণে বাঁচল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার পরিবার

বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট থেকে গোলও আছে এই ফুটবলারের।

Family of World Cup winner Argentina's superstar Nahuel Molina survives brutal assault in Argentina
Published by: Arpan Das
  • Posted:July 12, 2025 12:11 am
  • Updated:July 12, 2025 12:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-এ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফাইনালে খেলেছিলেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসির পাস থেকে অসাধারণ গোল করেছিলেন। সেই নাহুয়েল মোলিনার শ্বশুরবাড়িতে ডাকাতির চেষ্টা। আর্জেন্টিনার বুয়োনেস আইরেসের বাড়িতে তাঁর শ্বশুরের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করে আটজন দুষ্কৃতি।

Advertisement

আর্জেন্টিনার সাইডব্যাক বর্তমানে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন। দেশের হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন। ২০২৪-র কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন তিনি। জানা যাচ্ছে, বুয়োনেস আইরেসের লানুসে তাঁর শ্বশুরবাড়িতে কালো মুখোশ পরে আটজন দুষ্কৃতি হামলা চালায়। সেই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে।

পরে মোলিনার শ্বশুর ক্লদিও জানান যে, তারা ঘরে বসে টিভি দেখছিলেন। সেই সময় বাইরে চেঁচামেচি শুনতে পান। আচমকাই কালো পোশাক পরা কয়েকজন জোর করে ঘরে ঢুকে পড়ে। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে শোওয়ার ঘরে নিয়ে যায়। ক্রমাগত জিজ্ঞেস করতে থাকে, ঘরে টাকা কোথায় আছে। তবে মোলিনার পরিবারের সৌভাগ্য যে, সেই সময় পুলিশ তাঁদের বাঁচাতে এগিয়ে আসে। ভয় পেয়ে দুষ্কৃতিরা বাড়ির বাইরে পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে।

অবশেষে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। তখনও ক্লদিওর মাথায় বন্দুক রেখে পিছনের দরজা খুলতে তাঁকে বাধ্য করা হয়। এই ঘটনায় কেউ আহত হননি। তবে ক্লদিও বলছেন, “আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, ওরা আমাকে মেরে ফেলবে। এমনকী দরজা খুলতেও হাত কাঁপছিল। মনে হচ্ছিল, যে কোনও সময়ে গুলি চালিয়ে দেবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement