সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের হয়ে গোল করেছেন। গোলের পর সেলিব্রেশন করতে করতে চলে গিয়েছিলেন বিপক্ষ সমর্থকদের গ্যালারির সামনে। আচমকাই উড়ে আসতে থাকে একের পর এক বিয়ারের গ্লাস। আরেকটু হলেই আঘাতও পেতে পারতেন নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ড। শনিবার বুন্দেশলিগার (Bundesliga) ম্যাচে এমনই ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।
শনিবার বুন্দেশলিগার ম্যাচে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। কোভিড পরবর্তী সময়ে গ্যালারিতে প্রবেশের সুযোগ পেয়েছেন সমর্থকরা। কিন্তু সেই সুযোগ পেয়েই বিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশে বিয়ারের গ্লাস ছুঁড়ে মারলেন বেয়ার লেভারকুসেনের সমর্থকদের একাংশ। এদিনের ম্যাচে জোড়া গোল করেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। দলের চতুর্থ এবং জয়সূচক গোলটি আসে তাঁরই পেনাল্টি থেকে। এরপরই উচ্ছ্বাস প্রকাশ করতে করতে গ্যালারির দিকে ছুটে আসেন। তখনই একের পর এক বিয়ারের গ্লাস উড়ে আসতে থাকে তাঁর দিকে। পিছন থেকে এসে হালান্ডের পিঠে উঠে পড়েন ডর্টমুন্ডের ইংরেজ ফুটবলার জুড বেলিংহ্যাম।
এই সময়ই একটি বিয়ারের গ্লাস বাঁ-হাত দিয়ে কায়দা করে ধরে ফেলেন বেলিংহ্যাম। তা থেকে এক চুমুক দিয়েই মুখ বিকৃত করে ফেলেন তিনি। সাইডলাইনের বাইরে ছুঁড়ে ফেলে দেন গ্লাস। পরে টুইটারে সেই ছবি পোস্ট করে আবার লেখেন, ‘প্রথম বিয়ার খাওয়ার জন্য চমৎকার একটি দিন। কিন্তু আমি বিয়ারের ভক্ত নই’।
বেলিংহ্যামের এই পোস্টটিই টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে যায়। কেউ কেউ ইংরেজ ফুটবলারের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। কেউ আবার সমর্থকদের ওই ধরনের আচরণের সমালোচনায় মুখর হন।
18-year-old Jude Bellingham had his first beer today…
What a catch! 🍺😅
(via dondrup/IG)
— ESPN FC (@ESPNFC)
Haaland’s penalty from the B04 stands (look for Bellingham’s beer catch)
— zeitgeist8020 (@zeitgeist8020)
Perfect day for my first beer… Not a fan.🥴
— Jude Bellingham (@BellinghamJude)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.