Advertisement
Advertisement
Mohun Bagan election

পিছিয়ে গেল মোহনবাগান নির্বাচনের মনোনয়নের দিন ঘোষণা, সময় চাইছে নির্বাচনী বোর্ড

মোহনবাগান নির্বাচনে যাতে ত্রুটি না হয়, সেদিকে নজর দিতেই ধীরে চলো নীতি নিচ্ছে নির্বাচনী বোর্ড।

Election board seeks more time to announce Mohun Bagan election dates
Published by: Subhajit Mandal
  • Posted:May 25, 2025 12:44 pm
  • Updated:May 25, 2025 12:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় আগেই জানিয়েছিলেন, শনিবার মনোনয়নের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা করবেন। সোমবার থেকে ক্লাব থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। কিন্তু দেখা গেল, শনিবার রাত্রে সেই চূড়ান্ত ঘোষণা করলেন না তিনি। এদিন রাতে জানিয়ে দিলেন, মোহনবাগান নির্বাচনের মনোনয়নের দিনক্ষণ জানাতে আরও কয়েকদিন সময় লাগবে তাঁর।

Advertisement

এদিন রাতে মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, “আমরা বলেছিলাম, ভোট কবে হবে সেই দিন বাদ দিয়ে বাকি দিনগুলো ঘোষণা করব শনিবার। ত্রুটিমুক্ত নির্বাচনের স্বার্থে সোমবার থেকে মনোনয়নপত্র দেওয়া হচ্ছে না। আগামী দু-এক দিনের মধ্যে ফের বৈঠকে বসব। তার পর চূড়ান্ত দিন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।” অনেক সদস্যই আশা করে ছিলেন এদিন চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হবে। কিন্তু কেন পিছিয়ে গেল ঘোষণার দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় আরও যোগ করলেন, “আমরা নিরাপত্তার দিক নিয়ে বেশি নজর দিচ্ছি। মনোনয়ন পেপার, ব্যালট পেপার সবদিকেই নজর দেওয়া হচ্ছে। নির্বাচনটা ত্রুটিমুক্ত করতে চাই যাতে কেউ আঙুল তুলতে না পারে। তার জন্যই একটু সময় লাগছে।”

মোহনবাগান নির্বাচনে যাতে ত্রুটি না হয়, সেদিকে নজর দিতেই ধীরে চলো নীতি নিচ্ছে নির্বাচনী বোর্ড। প্রতিটি পদক্ষেপ করার আগে একাধিকবার যাচাই করা হচ্ছে। এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল, সোমবার থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু হওয়ার পর সেই প্রক্রিয়া চলবে ২ জুন পর্যন্ত। ৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। যদিও আগের ঘোষণার পুরোটাই ছিল সম্ভাবনা। সেই দিক থেকে বলাই যায়, ৩ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নাও হতে পারে। আপাতত মোহনবাগান নির্বাচন কেন্দ্রের জন্য বড় পরিসরের কোনও স্থান নির্বাচন করতে চান নির্বাচনী বোর্ডের সদস্যরা। এমনকী, ভোট দিতে আসা প্রবীণ সদস্যদের কথাও ভাবনাচিন্তা করছেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান। আপাতত পরের সপ্তাহের দিকে তাকিয়ে মোহনবাগান সদস্যরা।

এদিকে জেসি মুখার্জি ট্রফি, সিএবি অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৩ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এদিন দুপুরে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সচিব দেবাশিস দত্ত সহ অন্যরা। ছিলেন সফল ক্রিকেটাররাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ