Advertisement
Advertisement

Breaking News

East Bengal

ক্রেসপো-দিয়ামান্তাকোসদের ডুরান্ডে খেলানোর চেষ্টায় ইস্টবেঙ্গল, খেলবে না মুম্বই সিটি

কলকাতার উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

East Bengal trying to get Crespo-Diamantakos to play Durand Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:July 2, 2025 2:48 pm
  • Updated:July 2, 2025 3:02 pm  

দুলাল দে: আইএসএলের বিভিন্ন দল খেলতে আপত্তি জানালেও, এদিন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ডুরান্ডে খেলবে লাল-হলুদ। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করবে তারা। একটা সময় পর্যন্ত সত্যিই আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত ডুরান্ডে খেলবে তো ইস্টবেঙ্গল? কিন্তু এদিন ডুরান্ড কর্তৃপক্ষকে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, খেলবে তারা। আর তারপরেই কোচ অস্কার ব্রুজোকে দ্রুত নিয়ে আসার জন্য ভিসার আবেদন করে দিয়েছে ইস্টবেঙ্গল।

একটা সময় পর্যন্ত ভাবনা হয়েছিল, বিদেশি ফুটবলার ছাড়াই ডুরান্ডে খেলবে ইস্টবেঙ্গল। কিন্তু অস্কারের সঙ্গে কথা বলে ভাবনা পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। ঠিক হয়েছে, ভিসা পাওয়া গেলে সল ক্রেসপো এবং দিয়ামান্তাকোসকে ডুরান্ডে খেলানো হবে। সেইমতো দুই বিদেশি ফুটবলারকে দ্রুত নিয়ে আসার জন্য ভিসার আবেদন করা হচ্ছে।

একটা সময় পর্যন্ত পরিকল্পনা ছিল, চোটের তালিকায় থাকা হিজাজি মাহের এবং মাদিহ তালালকেও রেখে দেওয়া হবে। দু’জনেই চোট কাটিয়ে জানুয়ারির আগে সুস্থ হতে পারবেন না। ক্লাবের ভাবনা ছিল, সেক্ষেত্রে এখন ৬ জন বিদেশি ফুটবলার সই করিয়ে জানুয়ারির পর থেকে আরও দু’জন বিদেশি, অর্থাৎ মোট আটজন বিদেশি ফুটবলার নিয়ে এই মরশুমে খেলা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক হয়েছে, ছ’জন বিদেশি ফুটবলারই রাখা হবে। সেক্ষেত্রে কথা বলে বাদ দেওয়া হচ্ছে হিজাজি মাহের এবং মাদিহ তালালকে। মরক্কোর স্ট্রাইকার হামিদের পাশাপাশি স্প্যানিশ লিগে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলেকে নিশ্চিত করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। যেরকমটা চুক্তি পাকা করে ফেলা হয়েছে, জয় গুপ্তার সঙ্গেও। তবে আইএসএলের ক্যালেন্ডার না জানা থাকায় এই মুহূর্তে কারও সঙ্গে চুক্তিপত্রে সই হচ্ছে না। এই দু’জন ছাড়া বাকি চার বিদেশি হল, ক্রেসপো, দিয়ামান্তাকোস, রশিদ এবং মিগুয়েল।

আপাতত যা জানা যাচ্ছে, ২৩ জুলাই ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে খেলতে পারে ইস্টবেঙ্গল। উদ্বোধনী ম্যাচে খেলা নিয়ে ডুরান্ড কর্তৃপক্ষ ইস্টবেঙ্গলের মতামত জানতে চেয়েছিল। আপাত্তি জানায়নি ইস্টবেঙ্গল। তবে লাল-হলুদ ডুরান্ড খেলার জন্য সম্মতি দিলেও মুম্বই সিটি এফসি জানিয়ে দিয়েছে, ডুরান্ড খেলতে পারবে না তারা। তবে নর্থ ইস্ট থেকে নর্থইস্ট ইউনাইটেড ছাড়াও আরও তিনটে দল খেলবে। কলকাতার উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement