ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: এবারের কলকাতা লিগে শুরুর দিকেও পয়েন্ট নষ্ট করেছে ইস্টবেঙ্গল। এরপর ডার্বি এবং বেহালা এসএস-এর বিরুদ্ধে পরপর ম্যাচ জিতে কিছুটা উন্নতি হয়েছিল দলের অবস্থানের। তবে পুলিশ এসি-র কাছে হারতেই ফের মেঘলা লাল-হলুদের আকাশ। যে হারের পর ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়া নিয়েই প্রশ্ন উঠছে। এই অবস্থায় শুক্রবার কালীঘাট এসএলএ-র বিরুদ্ধে সেই সিনিয়র দলের সদস্যদের উপরেই ভরসা রাখছেন রিজার্ভ দলের কোচ বিনো জর্জ।
মরশুমের শুরু থেকেই চোট সমস্যা ভোগাচ্ছে ইস্টবেঙ্গলকে। মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার, জেসিন টিকে-রা মাঠের বাইরে। কার্ড সমস্যায় কালীঘাটের বিরুদ্ধে নেই ডেভিড ও প্রভাত লাকড়া। নসিব রহমানের জ্বর। পুলিশের বিরুদ্ধে রামসাঙ্গা ও মার্ক জোথানপুইয়া যে পারফরম্যান্স করেছেন, তারপর তাঁদের উপরও ভরসা রাখার উপায় নেই। এই পরিস্থিতিতে সিনিয়র দলের জনা তিনেক ফুটবলারকে শুক্রবার নৈহাটিতে দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে। যারমধ্যে দেবজিৎ মজুমদার ও এডমুন্ড লালরিনডিকা ডার্বিতে খেলেছেন। কালীঘাটের বিরুদ্ধে তাঁদের সঙ্গে প্রথম একাদশে সৌভিক চক্রবর্তীর থাকার সম্ভাবনাও প্রবল।
শুক্রবারের ম্যাচে লাল-হলুদের সম্ভাব্য দল- গোলে দেবজিৎ। চার ডিফেন্ডার- সুমন দে, জোসেফ জাস্টিন, চাকু মাণ্ডি, বিক্রম প্রধান। মাঝে সৌভিক ও তন্ময় দাসকে রেখে দুই উইংয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় ও এডমুন্ড। সামনে মহম্মদ আশিক এস এবং ভনলালপেকা গুইতে। স্কোয়াডে থাকতে পারেন সিনিয়র দলের ডিফেন্ডার মার্তণ্ড রায়নাও। এদিন দলের প্র্যাকটিসে এলেও মাঠে নামেননি তিনি। তবে রবিবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ থাকায় নৈহাটিতে কালীঘাটের বিরুদ্ধে মার্তণ্ডের শুরু থেকে খেলার সম্ভাবনা কম।
এমনিতে কালীঘাট রয়েছে গ্রুপে শেষের দিকে। তার উপর তাদের টিডি সাবির আলি অসুস্থ। কোচ বিশ্বেশ্বর সিংয়েরও ডেঙ্গু হয়েছে। দল সামলাচ্ছেন সহকারী কোচ মান্নালাল ভৌমিক। রুবেন এল, সানাউল আনসারি ছাড়া বলার মতো কোনও ফুটবলারও নেই স্কোয়াডে। তবে সেই দলের বিরুদ্ধেও কোনও ঝুঁকি নিতে নারাজ ইস্টবেঙ্গল। আসলে পুলিশের কাছে হারটাই চাপে ফেলে দিয়েছ তাদের। গ্রুপের বাকি চার ম্যাচ জিতলেও চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দল যাচ্ছে, তা বলার উপায় নেই। তাই সিনিয়র ফুটবলারদের উপরেই ভরসা রাখেছেন বিনো।
পুলিশের কাছে হেরে দল যে চাপে আছে, তা মেনে নিয়েছেন বিনো। বৃহস্পতিবার অনুশীলন শেষে বলছিলেন, “ছেলেরা একটু চাপে পড়েছে শেষ ম্যাচ হেরে। আমি ওদের তৈরি করার চেষ্টা করেছি। কাল নৈহাটিতে খেলা। মাঠটা বড়। সেটা আমাদের সাহায্য করবে। সিনিয়র দলের কয়েকজন আজ প্র্যাকটিস করল দলের সঙ্গে। ওদের কাল খেলানোর বিষয়টি হেড কোচের সঙ্গে কথা বলে ঠিক করব।” ৭ ম্যাচে ১১ পয়েন্ট আপাতত গ্রুপে চার নম্বরে রয়েছেন বিনোরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.