Advertisement
Advertisement
বিএসএস

ঘরোয়া লিগে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, শুরুতেই আক্রমণের ছক আলেজান্দ্রোর

রক্ষণ নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল কোচ।

East Bengal to face BSS in Calcutta football league
Published by: Subhajit Mandal
  • Posted:August 25, 2019 12:25 pm
  • Updated:August 25, 2019 12:44 pm   

স্টাফ রিপোর্টার: মরশুমের শুরুটা মোটেই ভাল হয়নি ইস্টবেঙ্গলের। কলকাতা লিগের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। ডুরান্ড অভিযানেও সাফল্য আসেনি। সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে। সব মিলিয়ে মরশুমের শুরুতে বেশ চাপে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে লিগের দ্বিতীয় ম্যাচে তারা নামছে বিএসএসের বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: তীরে এসে ডুবল নৌকো, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডুরান্ড জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের]

ডুরান্ডের হতাশা কলকাতা লিগে মেটাতে চায় ইস্টবেঙ্গল। ডার্বির ঠিক এক সপ্তাহ আগে আজ লিগে বিএসএস-এর চ্যালেঞ্জ সামলাতে নামছেন আলেজান্দ্রো। জর্জের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। প্রশ্ন উঠে গিয়েছিল দলের নড়বড়ে রক্ষণ নিয়ে। তাই তো রবিবাসরীয় লড়াইয়ে ডিফেন্সকে আঁটসাঁট রাখতে মরিয়া আলেজান্দ্রো। দলকে আবার স্প্যানিশ কোচ বলেও দিয়েছেন শুরুর থেকে আক্রমণে যেতে।

কয়েক দিন আগেই আলেজান্দ্রো জানিয়েছিলেন আই লিগের প্রস্তুতি হিসাবেই কলকাতা লিগকে দেখছেন। তবে তিনি যাই বলুন না কেন, লিগের প্রথম ম্যাচে হারের পর ডুরান্ডেও ব্যর্থ হয়েছে টিম। ফলে দলের উপর যে একটা চাপ থাকবে, সেটা বলে দেওয়াই যায়। এখন সেই চাপ কাটিয়ে রবিবার রালতেরা নিজেদের সেরাটা দিতে পারেন কি না, সেটাই দেখার।

[আরও পড়ুন: সুহেরের জোড়া গোলে রিয়াল কাশ্মীরকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান]

প্রতিপক্ষ বিএসএস খাতায় কলমে দুর্বল হলেও দলের কোচের নাম রঘু নন্দী। যিনি পরিচিত ময়দানের জায়ান্ট কিলার হিসেবে। রঘু অতীতে বহুবার বড় টিমকে আটকেছেন। স্বাভাবিকভাবেই বিএসএসের বিরুদ্ধে নামার আগে সাবধানী লাল-হলুদ। এই ম্যাচে ইস্টবেঙ্গল খেলাতে পারে তাদের নতুন স্প্যানিশ ফুটবলার মার্কোসকে। কোলাডোর সঙ্গে বিদ্যাসাগর সিং গোল পেলেও লিগে ঘুরে দাঁড়াতে লাল হলুদের আরও গোল করার লোক চাই। রক্ষণ নিয়েও চিন্তা কম নয়। কলকাতা লিগের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে গোল হজম করতে হয়েছে। ডুরান্ডেও রক্ষণ ভাল খেলেনি। তাই রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে আলেজান্দ্রোর। পরিবর্তে রঘু নন্দী কী পরিকল্পনা নেন, সেটাই এখন দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ