Advertisement
Advertisement
East Bengal

২ গোলে পিছিয়ে পড়েও কোনওরকমে ড্র, কাস্টমসের বিরুদ্ধেও ৩ পয়েন্ট পেল না ইস্টবেঙ্গল

প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ।

East Bengal lose points after drawing 2-2 with Calcutta Customs Club
Published by: Prasenjit Dutta
  • Posted:July 12, 2025 5:05 pm
  • Updated:July 12, 2025 5:59 pm   

ইস্টবেঙ্গল: ২ (অনন্থু, প্রভাত)
কাস্টমস: ২ (শ্লোক, সৌরভ)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ গোলে পিছিয়ে পড়েও ড্র লাল-হলুদের। কাস্টমসের বিরুদ্ধে ২-২ অবস্থায় খেলা শেষ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে। প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে আটকে গিয়েছিলেন বিনো জর্জের ছেলেরা। শনিবার কল্যাণীতে ফের জয়ের পথে ফেরাকেই পাখির চোখ করেছিল লাল-হলুদ শিবির। যদিও কাস্টমসের ম্যাচে, বিশেষ করে প্রথমার্ধে, একেবারে অচেনা ইস্টবেঙ্গলকে দেখা গেল।

ইস্টবেঙ্গলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাস্টমস ফুটবলাররা। যদিও খেলার শুরুটা খারাপ করেনি মশাল বাহিনী। ৬ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন আমন সিকে। ১০ মিনিটে সুযোগ হারান সঞ্জীব। ১৮ মিনিটে পেনাল্টি পায় কাস্টমস। চাকু মাণ্ডির ট্যাকেলে বক্সে পড়ে যান সুময় সোম। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি শ্লোক তিওয়ারি। 

এর ঠিক চার মিনিট পর কাস্টমসের হয়ে স্কোরলাইন দ্বিগুণ করেন সৌরভ সেন। এক্ষেত্রে আলাদা করে বলতেই হয় রিকি ঘরামির কথা। বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের এই তরুণ লাল-হলুদের রক্ষণভাগের খেলোয়াড়দের একপ্রকার বোকা বানিয়েই মাপা পাস দেন শ্লোককে। সেখান থেকেই গোল করে যান তিনি। এরপরেও বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় কাস্টমসের দাপট। তবে ইস্টবেঙ্গলও কিছু সুযোগ পেয়েও হাতছাড়া করে। ২ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় কাস্টমস। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। ৫১ ও ৫৬ মিনিটে সুযোগ এসে গিয়েছিল তাদের সামনে। যদিও কাঙ্ক্ষিত গোল আসছিল না কিছুতেই। ৬০ মিনিটে লাল-হলুদের হয়ে ব্যবধান কমান পরিবর্ত হিসেবে নামা অনন্থু। ডানপ্রান্তিক আক্রমণে জেসন টিকের অনবদ্য সেন্টার থেকে হেডে গোল করে তিনি। ৬৩ মিনিটে সুযোগ চলে আসে কাস্টমসের কাছেও। যদিও গোল হয়নি। ৭১ মিনিটে প্রভাত লাকরা বুদ্ধিদীপ্ত শটে সমতা ফেরান ইস্টবেঙ্গলকে। এর পরে দুই পক্ষই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনও গোল হয়নি। এই ড্রয়ের ফলে ইস্টবেঙ্গল ও কাস্টমসের পয়েন্ট দাঁড়াল যথাক্রমে ৫ এবং ৮। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ