Advertisement
Advertisement
East Bengal

কালীঘাটের বিরুদ্ধে জয়, কলকাতা লিগে পয়েন্ট টেবিলে উত্থান ইস্টবেঙ্গলের

চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হত লাল-হলুদকে।

East Bengal climbs up the points table in Kolkata League with win over Kalighat SLA

ছবি সোশাল মিডিয়া

Published by: Prasenjit Dutta
  • Posted:August 8, 2025 5:05 pm
  • Updated:August 8, 2025 5:34 pm   

ইস্টবেঙ্গল: ১ (গুইতে)
কালীঘাট এসএল: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি এবং বেহালা এসএসের বিপক্ষে পরপর জিতে এবারের কলকাতা লিগে ছন্দ ফিরে পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে পুলিশ এসি’র ব্যারিকেডে আটক হয়ে হার স্বীকার করেছিল লাল-হলুদ ব্রিগেড। তাই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে থাকতে গেলে শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জিততেই হত বিনো জর্জের ছেলেদের। অবশেষে সেই লক্ষ্যে সফল মশাল ব্রিগেড। এদিন নৈহাটি স্টেডিয়ামে কালীঘাটকে ১-০ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। একই সঙ্গে পয়েন্ট টেবিলেও এক ধাপ উপরে উঠে এল তারা।

শুক্রবার কালীঘাট এসএলএ’র বিরুদ্ধে সেই সিনিয়র দলের সদস্যদের উপরেই ভরসা রেখেছিলেন দলের কোচ। চোটের কারণে মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার, জেসিন টিকেরা ছিলেন মাঠের বাইরে। কার্ড সমস্যায় কালীঘাটের বিরুদ্ধে নামতে পারেননি ডেভিড ও প্রভাত লাকড়াও। এই পরিস্থিতিতে সিনিয়র দলের দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তী এবং এডমুন্ড লালরিনডিকাকে প্রথম একাদশে রাখেন বিনো জর্জ। 

তবে খেলায় তেমন ঝাঁজ লক্ষ্য করা যায়নি লাল-হলুদের। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও তা ফলপ্রসূ ছিল না। দলের মধ্যে বোঝাপড়ার অভাবও নজরে আসছিল। অন্যদিকে, কালীঘাটের আক্রমণও ছিল নিস্ফলা। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। 

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তার ফলও পায় হাতেনাতে। ভানলালপেকা গুইতে এগিয়ে দেন লাল-হলুদকে। এরপর অবশ্য আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত কালীঘাটকে হারিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে চারটি জয় এবং দু’টি ড্রয়ের ফলে ১৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে এক ধাপ উঠে আপাতত তৃতীয় স্থানে তারা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে ক্রমতালিকায় পঞ্চম স্থানে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ