ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গেল ১৩৪তম ডুরান্ড কাপের। সোমবার আনুষ্ঠানিকভাবে ডুরান্ড কাপের সূচি ঘোষণা করা হয়েছে। এবারের ডুরান্ডে বাংলা থেকে খেলবে চার দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। ২৩ জুলাই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শতাব্দী প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের কিক অফ। প্রথম ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, নামধারী, ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ ‘বি’তে মোহনবাগান। সবুজ-মেরুনের সঙ্গে একই গ্রুপে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, বর্ডার সিকিউরিটি ফোর্স। দু’টি গ্রুপের সমস্ত ম্যাচ আয়োজিত হবে সল্টলেক এবং কিশোরভারতী স্টেডিয়ামে।
গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড খেতাব ধরে রাখার লক্ষ্যে ডুরান্ডে নামতে চলেছে ২ আগস্ট। যদিও তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি। গত বছর মোট ১২টি আইএসএল দল ডুরান্ডে অংশগ্রহণ করেছিল। কিন্তু এবার ডুরান্ড খেলবে ছ’টি আইএসএল দল – মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব।
আই লিগ থেকে ডুরান্ড খেলবে ডায়মন্ড হারবার এফসি, শিলং লাজং এবং নামধারী এফসি। মোহনবাগান ডুরান্ডে প্রথম ম্যাচ খেলবে ৩১ জুলাই। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ৪ আগস্ট সবুজ-মেরুনের খেলা বিএসএফ ফুটবল টিমের সঙ্গে। ৯ আগস্ট ডায়মন্ড হারবার এফসি’র মুখোমুখি হবে মোহনবাগান।
অন্যদিকে, ২৩ জুলাইয়ের পর লাল-হলুদের ম্যাচ ৬ আগস্ট, নামধারীর বিরুদ্ধে। ১০ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ ১৬ এবং ১৭ আগস্ট। দু’টি সেমিফাইনাল হবে যথাক্রমে ১৯ ও ২০ আগস্ট। ফাইনাল রয়েছে ২৩ আগস্ট। তবে, নকআউট পর্বের ম্যাচ এবং ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।
এবার মোট ৬টি ভেন্যুতে ম্যাচগুলি হবে। কলকাতায় দু’টি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন), ইম্ফল (খুমান লম্পক স্টেডিয়াম), রাঁচি (মোরহাবাদি স্টেডিয়াম), জামশেদপুর (জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স), শিলং (জওহরলাল নেহরু স্টেডিয়াম), কোকরাঝাড় (সাই স্টেডিয়াম) ম্যাচগুলি হবে। বিদেশি দল হিসেবে ইন্দোনেশিয়ার আর্মিকে রাখা হতে পারে।
The stage is set. Mark your calendars. 🗓
Get ready for the 134th edition of the IndianOil Durand Cup 2025. ⚽🏆
— Durand Cup (@thedurandcup)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.