সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলা বাপের বেটা! বাবার পথ অনুসরণ করেই পর্তুগালের জাতীয় দলের হয়ে গোল করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলে। তাও একটা নয়, দু-দুটো। তবে সিনিয়র দলে নয়, ক্রিশ্চিয়ানো জুনিয়র পর্তুগালের জয়ে জোড়া গোল করল অনূর্ধ্ব ১৫ দলের হয়ে। আর তারপর মাঠের ধারে গিয়ে বাবার মতোই ‘সিউ’ সেলিব্রেশন।
১৪ মে ভ্লাটকো মার্কোভিচ যুব টুর্নামেন্টে জাপানের বিরুদ্ধে অভিষেক ঘটে রোনাল্ডো জুনিয়রের। তবে সেই ম্যাচে নেমেছিল বদলি হিসেবে। গোলও পায়নি। এরপর গ্রিসের বিরুদ্ধে প্রথম থেকে খেলে। সেই ম্যাচেও জালে বল জড়াতে পারেনি। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে জোড়া গোল করল রোনাল্ডো দস সান্তোস জুনিয়র। তারা জেতে ৩-২ গোলে।
প্রথম গোলটি করে বাঁ পায়ে। ১৩ মিনিটে বক্সের মাথা থেকে বল পেয়ে বাঁ পায়ে জোরালো শট। বল বারে লেগে জালে জড়িয়ে যায়। তারপর সতীর্থদের ডেকে নেয় মাঠের ধারে। আর সেখানে বাবার মতোই ‘সিউ’ সেলিব্রেশন। দ্বিতীয় গোলটি আসে ৪৩ মিনিটে। বক্সের মধ্যে শিকারী বাঘের মতো অপেক্ষা করছিল রোনাল্ডো জুনিয়র। সেখান থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে। শেষের দিকে রাফা কাব্রাল গোল করে পর্তুগালকে জয় এনে দেয়।
রোনাল্ডো রিয়ালে থাকাকালীন রিয়ালের অ্যাকাডেমিতে ভর্তি হয় তাঁর ছেলে। পরে সেখান থেকে জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে বাবার মতো জুনিয়রও এখন খেলছে আল-নাসেরে। বাবার মতোই গোল করতে পছন্দ করে সে। আল-নাসেরের হয় বেশ নজরকাড়া পারফরম্যান্সও দেখিয়েছে ১৪ বছরের কিশোর। সেই পারফরম্যান্সের সুবাদেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পায় সে। অভিষেকের পর পুত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল রোনাল্ডোও। আর এদিন ছেলের গোলের ভিডিও শেয়ার করেছেন পর্তুগিজ কিংবদন্তি।
Os primeiros de Cristiano Jr. por Portugal foram no Torneio Internacional Vlatko Markovic!
— Canal 11 (@Canal_11Oficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.