ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স নিছকই সংখ্যামাত্র। এ কথা বারবার প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোটা বিশ্ব মোহিত হয়ে পরখ করল তাঁর আরও একটা বিশ্বমানের গোল। এমন গোল দেখতেই তো বারবার মাঠ ভরান সমর্থকরা। ‘আঁখির আঠায়’ যেন গোলটি আটকে থাকবে চিরকাল।
শনিবার মধ্যরাতে আল রিয়াধের মুখোমুখি হয় আল নাসের। ম্যচের প্রথমার্ধেই ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে পড়েন রোনাল্ডোরা। ৫৬ মিনিটে সিআর সেভেনের গোলেই সমতায় ফেরে আল নাসের। তারপরেই আসে সেই মুহূর্ত। ৬৪ মিনিটে চোখ ধাঁধানো একটি ‘ট্রেড মার্ক’ ভলিতে স্কোরলাইন ২-১ করেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী। এমন জোরালো শটের পর গোলকিপার কার্যত দর্শক বনে গিয়েছিলেন।
দু’টি গোল করে পেশাদার ফুটবলে ৯৩৩ গোল করার নজির গড়েন তিনি। টানা চার ম্যাচে গোল করেছেন এই পর্তুগিজ তারকা। সৌদি প্রো লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৭২। এই জয়ের পর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসের (৫৭)। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের (৫৮) চেয়ে এক পয়েন্ট এবং শীর্ষস্থানে থাকা আল ইত্তেহাদের (৬৫) থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রোনাল্ডোরা। তবে আল রিয়াধকে হারানোর পর খাতায়কলমে এখনও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রইল আল নাসেরের কাছে।
এই মরশুমে এখন পর্যন্ত ৩২টি গোল করেছেন রোনাল্ডো। রয়েছে ৮টি অ্যাসিস্টও। বলা চলে, শেষের ক’টা ম্যাচে একক দক্ষতায় দলকে টানছেন ৪০ বছরের রোনাল্ডো। সম্প্রতি তিনি বলেছিলেন, হাজার গোল করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্য ছোঁয়ার থেকে এখনও ৬৭ ধাপ দূরে তিনি।
At 40 years old, Cristiano Ronaldo can do things 20 year olds can only dream of 🚀🚀🚀🚀🚀
— Roshn Saudi League (@SPL_EN)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.