Advertisement
Advertisement
Cristiano Ronaldo

‘অধ্যায় সমাপ্ত’, নয়া রেকর্ডে মরশুম শেষ করে সৌদি ছাড়ার ঘোষণা রোনাল্ডোর!

২৫ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোই।

Cristiano Ronaldo shares cryptic message on Al Nassr exit
Published by: Arpan Das
  • Posted:May 27, 2025 9:53 am
  • Updated:May 27, 2025 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি অধ্যায় সমাপ্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর! সৌদি প্রো লিগের শেষ ম্যাচের পর সোশাল মিডিয়ায় নিজেই কার্যত ঘোষণা দিয়ে রাখলেন পর্তুগিজ কিংবদন্তি। তবে রোনাল্ডো গোল করলেও শেষ ম্যাচে জয় পেল না আল নাসর। যা রোনাল্ডোর ক্লাব কেরিয়ারের ৮০০তম গোল। যে রেকর্ড বিশ্বে অন্য কোনও ফুটবলারের নেই।

আল ফাতেহের বিরুদ্ধে প্রথমে গোল করেন রোনাল্ডো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোল হজম করে আল নাসের। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান সাদিও মানে। তারপরও জয় ছিনিয়ে আনতে পারেনি তারা। ১৫ মিনিটের ব্যবধানে দু’গোল হজম করে ৩-২ গোলে হারে আল নাসর। শেষ পর্যন্ত সৌদি প্রো লিগে তারা থামল তৃতীয় স্থানে। ৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন করিম বেঞ্জেমা, এনগোলো কন্তেদের ক্লাব আল ইত্তিহাদ।

তৃতীয় স্থানে শেষ করায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলতে পারবে না আল নাসর। ম্যাচের পর রোনাল্ডো নিজে সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ‘এই অধ্যায় শেষ হল। কিন্তু গল্পটা? এখনও লেখা চলবে। সকলকে ধন্যবাদ।’ অর্থাৎ, কার্যত যেন ঘোষণা করে দিলেন, আল নাসরের জার্সিতে তাঁর পথচলা ফুরোল। কিন্তু এখনও ফুটবল মাঠে তিনি নিত্যনতুন কীর্তি গড়বেন। যেমন ২৫ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই।

আল নাসেরের সঙ্গে আর মাত্র ২ মাসের চুক্তি রয়েছে তাঁর। নতুন চুক্তি যে আর হবে না, সেটা প্রায় নিশ্চিত হয়ে গেল। সেক্ষেত্রে তাঁর পরবর্তী গন্তব্য কোথায়? এক হতে পারে তিনি সৌদিরই অন্য কোনও ক্লাবে সই করলেন। সেটার সম্ভাবনা খুব কম। দিন কয়েক ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ফিফা ক্লাব বিশ্বকাপে দেখা যেতে পারে রোনাল্ডোকে। সেক্ষেত্রে ফের হয়তো বড় কোনও ক্লাবেই খেলতে দেখা যাবে সিআর৭-কে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement