চিলির ফুটবলাররা কড়া ট্যাকল করেছেন মেসিকে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিলিকে হারিয়ে কোপার (Copa America 2024) কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা (Argentina)। নীল-সাদা জার্সিধারীদের সমর্থকরা খুশি।
চিলি ম্যাচ কিন্তু মেসি-ভক্তদের জন্য সুখবর বয়ে আনছে না। খেলার ২৫ মিনিটে দেখা যায় মেসির (Lionel Messi) ডান পায়ের কুঁচকি অঞ্চল মাসাজ করছেন চিকিৎসক। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসিএস স্পোর্টসের প্রতিবেদনে জানা গিয়েছে, মেসির চোট পরীক্ষা করে দেখবেন চিকিৎসকরা।
পেরুর বিরুদ্ধে গ্রুপের তৃতীয় ম্যাচে হয়তো বিশ্রাম দেওয়া হবে এলএম ১০-কে। মেসিকে বলতে শোনা গিয়েছে, ”প্রথম ম্যাচে আমার অ্যাডাক্টর পেশিতে চোট লেগেছিল। তবে পেশি ছেঁড়েনি। তবে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে।” খেলার শেষে মিক্সড জোনে কথাগুলো বলেন আর্জেন্টাইন মহানায়ক।
এলএম ১০ আরও বলেছেন, ”আমি ম্যাচ শেষ করতে পেরেছি। আশা রাখছি চোট তেমন গুরুতর নয়।” মেসির চোট নিয়ে আশঙ্কা একটা রয়েই যাচ্ছে।
এদিন গোল করার মতো সুযোগ দুবার পেয়েছিলেন মেসি। ৩৬ মিনিটে মেসির শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৬৮ মিনিটেব ফের গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেযাত্রাতেও গোলের সুযোগ হাতছাড়া করেন এলএম ১০। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী জানিয়েছেন, তিনি গলা ব্যথা, জ্বরে ভুগছিলেন। আর্জেন্টাইন কোচ লায়োনেল স্কালোনি জানিয়েছেন, ম্যাচের শেষে তাঁর সঙ্গে মেসির কথা হয়নি। তবে মেসি যে পুরো সময় মাঠে ছিলেন, তার উপরে জোর দিয়েছেন নীল-সাদা জার্সিধারীদের কোচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.