Advertisement
Advertisement
Mamata Banerjee

‘ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম’, মোহনবাগান দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিশেষ এই দিনে পত্রযোগে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Chief Minister Mamata Banerjee wishes Mohun Bagan Day
Published by: Prasenjit Dutta
  • Posted:July 29, 2025 10:55 am
  • Updated:July 29, 2025 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ এই দিনটার দিকে সারা বছর তাকিয়ে থাকেন সবুজ-মেরুন সমর্থকরা। দিনটার গুরুত্ব তাঁদের কাছে অপরিসীম। আবেগ-ঐতিহ্যের এই দিনটিতে প্রাক্তন সভাপতি টুটু বোসের ‘মোহনবাগান রত্ন’ প্রাপ্তি নতুন এক মাত্রা যোগ করেছে। বিশেষ এই দিনে পত্রযোগে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত। কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল। যা খেলাধুলার ঊর্ধ্বে গিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। এটি নিছকই কেবল জয় নয়, বরং এক অপরিসীম গৌরবের মুহূর্ত ছিল। যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে দেশপ্রেমের উচ্ছ্বাস জাগিয়ে তুলেছিল।’

তিনি আরও লেখেন, ‘গর্বের এই মুহূর্তে আমি সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় আসীন হবে।’ উল্লেখ্য, মঙ্গলবার দুপুর থেকে একে একে অনুষ্ঠান রয়েছেন মোহনবাগান ক্লাব তাঁবুতে। শুরুতে দুপুরে ক্লাবের অমর একাদশে মাল্যদান। তারপর ক্লাবের পতাকা উত্তোলন। সব শেষে ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ। যেখানে অংশ নেওয়ার জন্য প্রতি বছর প্রাক্তন ফুটবলাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বলতে গেলে মোহনবাগান ডে হচ্ছে, প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের ‘রি ইউনিয়ন।’

মূল অনুষ্ঠান সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যা শুরু সৌরেন্দ্র আর সৌম্যজিতের গানের মাধ্যমে। এরপরই তো একে একে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলেট এরকম নানাবিধ পুরস্কার প্রদানের পর আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অনুষ্ঠানের সবচেয়ে অপেক্ষার মুহূর্ত, যখন প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস, যিনি টুটু বোস নামে অধিক জনপ্রিয়, মঞ্চে উঠবেন ‘মোহনবাগান রত্ন’ সম্মান নিতে। এখন থেকেই মোহনবাগান জনতা অধীর আগ্রহে অপেক্ষায়, মোহনহবাগান রত্ন পুরস্কার লগ্নে সদস্য-সমর্থকদের উদ্দেশে কী বলবেন তিনি। শেষে ইমন চক্রবর্তীর সঙ্গীত পরিবেশেন। আর তার আগে মুখ্যমন্ত্রীর বার্তা এক অন্য মাত্রা যোগ করল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement