স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগে আর একটা ম্যাচের পরেই ডার্বিতে নামতে চলেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে নামার আগে মঙ্গলবার ইস্টবেঙ্গলের সামনে পাঠচক্র। তিন ম্যাচ খেলা হলেও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল রক্ষণ নিয়ে চিন্তিত দলের কোচ বিনো জর্জ। আপাতত এই ম্যাচকেই ডার্বির ড্রেস রিহার্সাল হিসাবে দেখছে লাল-হলুদ ব্রিগেড। গত ম্যাচে রক্ষণের ফুটবলার সুমন দে কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি। এই ম্যাচে তিনি ফিরছেন। এছাড়াও প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা। কুশ ছেত্রীর বদলে আসতে পারেন জেসিন টিকে। আগের ম্যাচে চোটের জন্য প্রথম একাদশে না থাকলেও দল যখন দু গোলে পিছিয়ে ছিল তখন বিনোকে নিজেই জানিয়েছিলেন তিনি বাকি ম্যাচে মাঠে নামতে চান। সেইমতো তাঁকে পরিবর্ত হিসাবে নামাতেই কাস্টমস ম্যাচে লড়াইতে ফিরেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার চোটের জন্য নেই মনোতোষ মাঝি।
উলটো দিকে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটেতেই জিতে এই গ্রুপের লিগ টেবিলে শীর্ষে রয়েছে পাঠচক্র। তিন ম্যাচেই আবার একটিও গোল খায়নি পাঠচক্র। মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে সেই ধারাবাহিকতাই বজায় রাখতে মরিয়া পার্থ সেনের ছেলেরা। সোমবার অনুশীলন শেষে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, “আমরা ক্লিনশিট রাখতে পারছি না। এই নিয়ে আলোচনা করেছি।” তিনি মনে করেন ভূমিপুত্র নিয়মের জন্য ঘরোয়া লিগ যথেষ্টই প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়িয়েছে। এদিন সাংসদ পার্থ ভৌমিক ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এসেছিলেন ইস্টবেঙ্গল অনুশীলনে। বেশ কিছুক্ষণ অনুশীলন দেখেন তারা। সোমবার সিনিয়র দলের অনুশীলনে বেশ কিছুক্ষণ পিভি বিষ্ণুকে সাইড লাইনে অনুশীলন করতে দেখা যায়। এদিনও অনুশীলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.