ফাইল ছবি
শিলাজিৎ সরকার: প্রতীক্ষার অবসান! মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসাবে সই ব্রাজিলীয় তারকা রবসন রবিনহোর। কয়েক মাস আগেই সাও পাওলো লিগে তিনি খেলেছিলেন নেইমার দ্য সিলভার বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলে গত তিন বছরে সাতটা ট্রফি জিতেছেন। এবার তিনি খেলবেন সবুজ-মেরুন জার্সিতে।
সোমবার সকালে শহরে এসে পড়বেন ৩০ বছর বয়সি ব্রাজিলিয়ান এই তারকা। তারপর নেমে পড়বেন এসিএল ২-এর প্রস্ততিতে। রবসন দুর্দান্ত একজন প্লে মেকার। তিনি যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়বে। রবসন দুই উইংয়ে খেলতে যেমন দক্ষ, তেমনই স্ট্রাইকার হিসাবে খেলেও সাফল্য পেয়েছেন।
চুক্তিতে সই করার পর মোহনবাগান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। তখন থেকেই জানি, ভারতের সেরা ও সফলতম ক্লাব মোহনবাগান। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম, তা সবুজ-মেরুন সমর্থকরা নিশ্চয়ই মনে রেখেছেন। এবার সেই সবুজ-মেরুন জার্সি পরেই আমি একই রকম সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুন।”
রবসনের সংযোজন, “গতবছর মোহনবাগান ভারতের সেরা দু’টো লিগ-কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। গত পাঁচ বছরের তাদের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে। আমি ওদের সাহায্য করার জন্য ওদেরই একজন সতীর্থ হয়ে আসছি। ক্লাবে আরও ট্রফি আনতে চাই।”
তিনি যে খেলার মধ্যে রয়েছেন, সে কথাও জানিয়েছেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করেন রবসন। তাঁর আশা, দু’সপ্তাহ সময় পেলেই দলের সঙ্গে সমস্ত দিক থেকে মানিয়ে নিতে পারবেন। রবসনের কথায়, “গোল করতে এবং করাতে ভালোবাসি। কিন্তু সবার আগে দলকে ভলোবাসি। দলকে আরও সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য।”
ছ’মাস আগে নেইমারের সঙ্গে খেলেছিলেন। সেই প্রসঙ্গে রবসন বলেন, “নেইমার দ্য সিলভার বিরুদ্ধে মাঠে নেমে খেলাটা আমার কাছে সম্মানের। ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সখ্যতা নেই। মাঠে আমার প্রতিপক্ষ দলে ও খেলছিল গত ফেব্রুয়ারিতে সাও পাওলো লিগের একটি ম্যাচে। ওই দিনটার কথা আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে এই কারণেই, আমি ব্রাজিলের জাতীয় দলের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম।” উল্লেখ্য, বসুন্ধরা কিংসের জার্সি গায়ে ৭৬ ম্যাচে ৫৪টি গোলও করেছেন রবসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.