সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনি ডি’অর। এমনটাই ভেবে রেখেছিল ফুটবলবিশ্ব। ২০২৪-র সেরা ফুটবলার হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। গোটা মরশুম জুড়ে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফুটবল, সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ-লা লিগা জয়। ব্যালন ডি’অরের ক্ষেত্রে সবার আগেই ছিল ব্রাজিল তারকার নাম। কিন্তু অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই ছড়িয়ে পড়ে এবার পুরস্কার পাচ্ছেন স্পেনের রদ্রি। সেই জল্পনাই সত্যি হয়েছে। কিন্তু এত চর্চার পরও কেন ‘বঞ্চিত’ হলেন ভিনি (Vinicius Junior) ?
স্বাভাবিকভাবেই এই নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া। ব্যালন ডি’অর ‘(Ballon d’Or 2024) দুর্নীতিগ্রস্থ’, এরকম অভিযোগও করছেন অনেকে। গত মরশুমে সব মিলিয়ে ৩৬টা গোল করেছেন তিনি। আছে ১১টা অ্যাসিস্টও। চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার হয়েছেন। কিন্তু আচমকা ব্যালন ডি’অর নাম ‘ফাঁস’ হয়ে যাওয়ায় চমকে ওঠে ফুটবলবিশ্ব। এমনকী রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলারই অনুষ্ঠানে হাজির হননি। শেষ মুহূর্তে তারা অনুষ্ঠানে যোগদানে পরিকল্পনা বাতিল করে।
রদ্রির সাফল্যও অবশ্য ব্যালন ডি’অরের দাবিদার। ইউরোর সেরা ফুটবলার হয়েছেন। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন। কিন্তু ভিনিসিয়াসের ‘বঞ্চিত’ হওয়ার পিছনে উঠে আসছে অন্য কারণ। গত কয়েক বছরে একাধিকবার বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন ভিনি। যা নিয়ে কর্তৃপক্ষ সেভাবে পদক্ষেপ নেয়নি বলেই তাঁর অভিযোগ। তবে তিনি থামেননি, নিজের প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। আবার মাঠে তিনি বিপক্ষকে উসকানি দেন কিংবা অপ্রয়োজনীয় ‘নাটক’ করেন, এরকম দাবি করেন অনেকে। যেটাই হোক না কেন, ভিনিসিয়াস তাঁর নিজস্বতা থেকে সরে আসেননি।
ফলে ফুটবলমহলের ধারণা, তাঁর ‘ভাবমূর্তি’ ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। মূলত ভোটাভুটির মাধ্যমে বিজেতা নির্বাচিত হন। সেখানে সাংবাদিক, বিভিন্ন জাতীয় দলের কোচ ও অধিনায়করা অংশগ্রহণ করে। আরেকটা বিষয়ও ভিনিসিয়াসের বিপক্ষে গিয়েছে। তা হল, ব্রাজিলের হয়ে তাঁর সাফল্যের অভাব। সেখানে স্পেনের ইউরো জয়ের নেপথ্য নায়ক রদ্রি। তবুও সমর্থক থেকে ব্রাজিল-রিয়াল মাদ্রিদের ফুটবলাররাও তাঁর পাশে দাঁড়াচ্ছেন। এদিকে হার মানতে রাজি নন ভিনি। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “যদি আরও ১০ গুণ দিতে হয়, আমি তার জন্যও তৈরি। ওরা আমার জন্য তৈরি নয়।” ইঙ্গিতটা কার দিকে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না?
Eu farei 10x se for preciso. Eles não estão preparados.
— Vini Jr. (@vinijr)
⚪️🫂 Arda Güler on Instagram.
— Fabrizio Romano (@FabrizioRomano)
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.