Advertisement
Advertisement
Lionel Messi

মেসির উত্তরসূরি পেয়ে গেল আর্জেন্টিনা! শূন্যস্থান পূরণে কাকে বাছলেন প্রাক্তন কোচ?

কী বলেছেন তিনি?

Argentina has found Lionel Messi's successor! Who did the former coach choose to fill the void?

ফাইল ছবি।

Published by: Prasenjit Dutta
  • Posted:September 5, 2025 1:28 pm
  • Updated:September 5, 2025 1:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৫ সালে তিনিই প্রথমবার লিওনেল মেসিকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন। সেই মেসি নিজের দেশের মাটিতে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এলএম১০-এর অবসরের পর যে শূন্যস্থান তৈরি হবে, তা কি কেউ ভরাট করতে পারবেন? আর্জেন্টিনার প্রাক্তন কোচ হোসে পেকারম্যানের বিশ্বাস, মেসির ফেলে যাওয়া শূন্যস্থান ভরাট করা কঠিন হলেও উত্তরসূরি হিসাবে দেখা যেতে পারে জাতীয় দলেরই কাউকে। তিনি বাজি ধরেছেন ১৮ বছর বয়সি তরুণ তুর্কির উপর।

Advertisement

৭৬ বছর বয়সি কোচ জানিয়েছেন, কে হতে পারেন মেসির উত্তরসূরি। বর্ষীয়ান কোচ মনে করেন, ভবিষ্যতে আর্জেন্টিনার হাল ধরতে পারেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি জানি না এমন কেউ আসবে কি না, যে মেসির জায়গা নিতে পারবে। তবে, মাস্তানতুওনো দুর্দান্ত ফুটবলার। আমার বিশ্বাস, ও ইতিহাস গড়বে। নতুন সময় আসতে চলেছে। এই সময় দলকে সংগঠিত হতে হবে। কিন্তু জেতাবে যে ছেলেটা, সেটা ও-ই।”

সম্প্রতি রিভার প্লেট তারকার সঙ্গে সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব প্রায় দু’বছর ধরে মাস্তানতুওনোকে নিজেদের দলে ভেড়ানোর সুযোগ খুঁজছিল। এমনকী তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছিল পিএসজি-ও। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে ধীরেসুস্থে তিনি যোগ দেবেন রিয়ালে। ইতিমধ্যেই তাঁকে বলা হচ্ছে ‘বিস্ময় প্রতিভা’। মাস্তানতুওনোর সৃজনশীল ফুটবল মুগ্ধ করেছে অনেককেই।

পেকারম্যান মেসির উত্তরসূরি হিসাবে মাস্তানতুওনোর নাম বললেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য মনে করেন না মেসির জায়গা কেউ নিতে পারবেন। তিনি বলেন, “না, মেসির উত্তরসূরি কেউ হতে পারে না। হবেও না।” উল্লেখ্য, শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে দেখা যায়, মেসির চোখে জল। তবে মাঠে নেমে পায়ের জাদুতে বিপক্ষকে বোকা বানাতে ভোলেননি। ম্যাচের প্রথম গোলটি আসে তাঁর পা থেকেই। আলতো করে গোলের জালে বল জড়িয়ে দেন ৩৯ মিনিটে। গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে গোলের পরে। ম্যাচের ৮০ মিনিটে ফের গোল করেন লিও। এদিন ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ