Advertisement
Advertisement
Mohun Bagan

প্র্যাকটিসে কামিংস-ম্যাকলারেন, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলবেন চোট পাওয়া আপুইয়া?

বাঁ হাঁটুতে চোট পেয়েছেন আপুইয়া।

Apuia got injured, Cummings-Maclaren join Mohun Bagan practice
Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2025 3:50 pm
  • Updated:August 6, 2025 10:42 pm   

স্টাফ রিপোর্টার: মঙ্গলবারই এই মরশুমের প্রথম অনুশীলনে যোগ দিয়েছিলেন মোহনবাগানের দুই তারকা বিদেশি জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। স্বাভাবিকভাবেই এদিন মোহনবাগান মাঠে উপস্থিত সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর সমর্থকদের এই আনন্দের দিনেই খারাপ খবর মোহনবাগান শিবিরে। এদিনই অনুশীলনে পায়ে চোট পেলেন দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়া।

Advertisement

মোহনবাগান ক্লাবের বিচারে গত মরশুমের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন কয়েকদিন আগে। কিন্তু লাল কার্ড দেখার পর গ্লেন মার্টিন্সের সঙ্গে সংঘর্ষে অনুশীলনে চোট পেলেন আপুইয়া। সংঘর্ষের পর তিনি ফিজিওর সঙ্গে মাঠের বাইরে চলে যান। জানা গিয়েছে, বাঁ হাঁটুতে চোট পেয়েছেন তিনি। তবে আপাতত তাঁর চোট গুরুতর নয়। মেডিক্যাল টিম জানিয়েছে, আপুইয়া ডায়মন্ড হারবার ম্যাচে খেলতে পারবেন।

আপাতত ডুরান্ডের প্রথম দুই ম্যাচে জিতে গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। এই গ্রুপের অন্য আরেক শক্তিশালী দল ডায়মন্ড হারবার এফসি পরপর দু’টো ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। আগামী শনিবার এই দুই দল মুখোমুখি হতে চলেছে। এই গ্রুপ থেকে সেরা হয়ে পরের রাউন্ডে কোন দল সরাসরি যাবে, তা নির্ধারিত হবে ওই ম্যাচেই।

অন্যদিকে, কলকাতা লিগের নতুন সূচি অনুযায়ী, আইএফএ মোহনবাগান মাঠে ম্যাচ দিয়েছে ১৩ আগস্ট। ওই দিন ঘরোয়া লিগে মেসারার্সের বিরুদ্ধে খেলার কথা মোহনবাগানের। কিন্তু জানা যাচ্ছে, লিগের এই ম্যাচটি মোহনবাগান মাঠে অনুষ্ঠিত নাও হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ