ছবি মোহনবাগানের সোশাল মিডিয়া
স্টাফ রিপোর্টার: শনিবার সকালে শহরে পা রেখেছিলেন অ্যালবার্তো রডরিগেজ। কলকাতায় এসে সময় নষ্ট করতে চাননি মোহনবাগানের এই বিদেশি। বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন তিনি। শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছিলেন আরেক বিদেশি টম অলড্রেড। অ্যালবার্তো যোগ দেওয়ায় মোহনবাগানের রক্ষণের দুই নির্ভরযোগ্য বিদেশির কলকাতায় আসা সম্পূর্ণ হল।
সোমবার ডুরান্ডে পরবর্তী ম্যাচে লিস্টন কোলাসোদের প্রতিপক্ষ বিএসএফ। যারা আগের ম্যাচেই ডায়মন্ড হারবার এফসি’র কাছে আট গোল খেয়েছে। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা। তিনি দেশ থেকে কলকাতায় আসেননি, তাই মহামেডান ম্যাচে মোহনবাগান কোচের চেয়ারে ছিলেন সহকারী কোচ বাস্তব রায়। বিএসএফ ম্যাচ থেকেই কোচের চেয়ারে বসার সম্ভাবনা মোলিনারই। তবে তিনি যদি চান, তবেই সেটা হবে।
বিএসএফ ম্যাচের আগে মোহনবাগান দলের জন্য আশার খবর, চোট সারিয়ে পুরোদমে অনুশীলন করতে শুরু করেছেন মনবীর সিং। আগের ম্যাচে ঝুঁকি নিয়ে তাঁকে খেলাননি বাস্তব। সোমবার তাঁর স্কোয়াডে থাকার সম্ভাবনা প্রবল। তবে এখনও চোট মুক্ত হতে পারেননি শুভাশিস রায়। শনিবার রিহ্যাব করেন। তিনি যদি একান্তই পুরোপুরি সুস্থ না হতে পারেন, তাহলে তাঁকে ডুরান্ডে নামাতে চাইছেন না মোলিনা। যদিও অভিষেক সিং যোগ দেওয়ায় এই মরশুমে রক্ষণ যথেষ্টই শক্তিশালী হয়েছে মোহনবাগানের।
মহামেডানের বিপক্ষেও শুভাশিস ছিলেন না, তাঁর পরিবর্তে অভিষেক সেই দায়িত্ব পালন করেছেন। আগের দিন অনুশীলনে যোগ দিয়েছিলেন সাহাল আবদুল সামাদ। এদিন তিনিও পুরোদমে অনুশীলন করলেন। তবে সোমবার প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.