Advertisement
Advertisement
AIFF

ভারতীয় ফুটবলে নতুন পদক্ষেপ, মহিলা কর্মীদের সুরক্ষায় আইন চালু ফেডারেশনের

২০১৩ সালের 'পশ অ্যাক্ট'-কে সামনে রেখে এই আইন তৈরি করা হয়েছে।

AIFF has officially approved the PoSH policy

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 9, 2024 2:00 pm
  • Updated:May 9, 2024 3:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা কর্মীদের সুরক্ষার জন্য আইন চালু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বুধবার অনুমোদন করা হয় শারীরিক নিগ্রহ বিরোধী আইন। এদিন ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকের পর এই আইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

এআইএফএফ থেকে জানানো হয়েছে ২০১৩ সালের ‘পশ অ্যাক্ট’-কে (PoSH act) সামনে রেখে এই আইন তৈরি করা হয়েছে। বুধবার থেকেই কার্যকর হয়ে গিয়েছে নতুন আইন। মহিলা কর্মীরা যাতে সুরক্ষিত ভাবে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করাই হবে এই নীতির মূল লক্ষ্য। যাতে কোনও কর্মী নির্যাতনের অভিযোগ আনলে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

[আরও পড়ুন: এই প্রজন্মের সেরা ব্যাটারের হাতে বিশ্বকাপ দেখছেন যুবি, কে তিনি?]

এই বিষয়ে ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ণ জানিয়েছেন, “এআইএফএফের কর্মীদের জন্য এই আইন অত্যন্ত দরকারি ছিল। আমরা ২০১৩-র পশ আইনকে মাথায় রেখে আইন তৈরি করেছি। এছাড়া আরও কয়েকটি সংগঠনের আইনি ব্যবস্থা খতিয়ে দেখে এই নীতি নেওয়া হয়েছে। জুনিয়র ও মহিলাদের দলগুলোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

[আরও পড়ুন: ও কি কর্পোরেট অফিসের চাকর! রাহুলকে ‘হেনস্তা’য় সঞ্জীব গোয়েঙ্কাকে তোপ নেটিজেনদের]

তিনি আরও জানিয়েছেন, বছরে তিনবার বিশেষজ্ঞ এনে কর্মীদের বিষদে বোঝানো হবে। যাতে তাঁদের কাছে বিষয়টি পরিষ্কার থাকে। তবে ভবিষ্যতে এই আইনে আরও বদল করা যেতে পারে বলে তাঁর মত। এর আগে বেশ কয়েকবার শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। কিন্তু নিজস্ব কোনও আইন না থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ