Advertisement
Advertisement
Mohun Bagan

‘আমাদের ১১ জন যোদ্ধা ওদের মোকাবিলা করতে তৈরি’, মোহনবাগানকে হুঙ্কার আহাল কোচের

তুর্কমেনিস্তানের আহাল এফকের বিরুদ্ধে এসিএল ২-তে অভিযান শুরু করবে মোহনবাগান।

Ahal FK coach say his team is ready for ACL against Mohun Bagan
Published by: Anwesha Adhikary
  • Posted:September 14, 2025 5:08 pm
  • Updated:September 14, 2025 5:08 pm  

১৬ সেপ্টেম্বর ঘরের মাঠে এসিএল ২-তে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফকে। ইতিমধ্যেই ভারতে এসে রাজারহাটে ফেডারেশনের মাঠে অনুশীলনে নেমে পড়েছে তারা। প্র্যাকটিস শেষে ‘সংবাদ প্রতিদিন‘-এর প্রশ্নের জবাব দিলেন আহাল কোচ এজিজ আনামুহামাদভ। শুনলেন শিলাজিৎ সরকার। 

Advertisement

প্রশ্ন: প্রথমেই কলকাতায় স্বাগত। কেমন লাগছে শহরের পরিবেশ?
এজিজ: ধন্যবাদ। আপনাদের শহরটা খুবই সুন্দর। বিমানবন্দর থেকে হোটেল আর হোটেল থেকে মাঠে আসার পথে যেটুকু দেখলাম, ভালো লেগেছে। আবহাওয়া একটু গরম। আর্দ্রতা বেশি, ঘামও বেশি হচ্ছে। অবশ্য এমন আবহাওয়ায় যে খেলতে হবে, আগে থেকেই জানতাম আমরা। সেই মতো প্রস্তুতিও নিয়েছি।

প্রশ্ন: আবহাওয়ার কথা আগে থেকেই জানতেন? কীভাবে?
এজিজ: ভুলে যাবেন না, গত বছর আমাদের দেশের দু’টো টিম আপনাদের এখানে খেলতে এসেছিল। এসিএল ২-এর প্রাথমিক পর্বে আলটিন আসির। আর চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে আর্কাডাগ। আমরা আলটিনের থেকে সব খবর নিয়েছি। শহরের আবহাওয়া কেমন, কোথায় প্র্যাকটিসের ভালো মাঠ আছে, কোন হোটেল ভালো-ওরা বলে দিয়েছে আমাদের।

প্রশ্ন: এই ম্যাচের জন্য কী কী প্রস্তুতি নিয়েছেন, তা যদি একটু বিস্তারিত বলেন…
এজিজ: আমরা শেষ ম্যাচ খেলেছি ২০ আগস্ট, আলটিনের বিরুদ্ধে। তারপর আমাদের দলের কয়েকজন কাফা নেশনস কাপে আর কয়েকজন অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে যায়। ওই দুই জাতীয় দল মিলিয়ে জনা দশেক ফুটবলার রয়েছে আমাদের স্কোয়াডে। ওরা ফেরার পর সংযুক্ত আরব আমিরশাহিতে ক্যাম্প করেছি। আমিরশাহির সঙ্গে এখানকার আবহাওয়ার মিল আছে। সেটা আমাদের সাহায্য করবে। অবশ্য আলটিন এখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে। ফলে মোহনবাগান নিয়ে তেমন তথ্য দিতে পারেনি। তবে আমরা মোহনাবাগানের বিভিন্ন ম্যাচের ভিডিও দেখেছি। তা বিশ্লেষণ করে ওদের শক্তি-দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করেছি।

প্রশ্ন: মোহনবাগানের বিরুদ্ধে ভরা যুবভারতীতে খেলতে হবে। প্রতিপক্ষ দলে তিনজন বিশ্বকাপার রয়েছে। আপনার দল পারবে ওদের ঠেকাতে?
এজিজ: ফুটবল মাঠে খেলা হয়। এমন প্রতিপক্ষের সমর্থকে ভরা মাঠে আগেও খেলেছে আমার ছাত্ররা। সেই চাপ ওরা সামলে নিতে পারবে। তাছাড়া আমরাও তো আহাল এফকে-র সমর্থকদের জন্য খেলব, যাঁরা তুর্কমেনিস্তানে বসে আমাদের জয়ের জন্য প্রার্থনা করবেন। মোহনবাগান ভালো দল। তবে এটুকু বলতে পারি, আমরা হারতে আসিনি। তিন পয়েন্টের জন্য আমাদের ১১ জন যোদ্ধা ওদের মোকাবিলা করতে তৈরি। আমরা লড়ব। আর সেই লড়াইয়ে জয়ী হয়ে এই সুন্দর শহরটা থেকে বিদায় নেব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement