Advertisement
Advertisement
India W vs Taimor Leste W

মঙ্গোলিয়ার পর তিমুর লেস্তে, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দাপট অব্যাহত ভারতের মহিলাদের

জোড়া গোল করেন মনীষা কল্যাণ।

After Mongolia, Timor Leste, Indian women continue to dominate in Asian Cup qualifiers

ছবি এআইএফএফ

Published by: Prasenjit Dutta
  • Posted:June 29, 2025 6:10 pm
  • Updated:June 29, 2025 6:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়যাত্রা অব্যাহত রাখলেন ব্লু টাইগ্রেসরা। রবিবার থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামের ৭০০তম বার্ষিকীতে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিলেন ভারতের মেয়েরা।

Advertisement

তিমুরের বিপক্ষে জোড়া গোল করেন মনীষা কল্যাণ। আরও দু’টি গোল যথাক্রমে অঞ্জু তামাং এবং লিডা কমের। ম্যাচ জিতে মনীষা বলেন, “আমি খুব খুশি কারণ আমরা ৩ পয়েন্ট পেয়েছি। পরবর্তী ম্যাচের আগে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।” এই জয়ের মাধ্যমে, ব্লু টাইগ্রেসরা দু’টি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে শীর্ষে উঠে এসেছে। ভারতের পর রয়েছে ইরাক। সম সংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪।

ভারতের পরবর্তী ম্যাচ ২ জুলাই ইরাক এবং ৫ জুলাই থাইল্যান্ডের বিপক্ষে। বাছাইপর্ব শেষে কেবল গ্রুপ বিজয়ীরাই আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, ভারত ৮ বার এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই ম্যাচের আগে ভারতীয় কোচ ক্রিসপিন ছেত্রী বলেছিলেন, “তিমুর লেস্তে মঙ্গোলিয়ার থেকে অনেক বেশি সংগঠিত। আমার মতে ইরাকের চেয়েও ওদের রক্ষণ বেশি ভালো। ওরা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। ওদের গতিও বেশ ভালো।” যদিও রোববারের খেলায় সেভাবে মেলে ধরতে পারেননি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৫৮ নম্বরে থাকা তিমুর লেস্তের ফুটবলাররা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ