Advertisement
Advertisement
Virat Kohli

‘তুমি তো বাচ্চা…’, অজি ক্রিকেটারের স্লেজিংয়ের জবাব এভাবেই দিয়েছিলেন কোহলি!

১১ বছর আগের ঘটনা উসকে দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার।

'You're a kid...', this is how Virat Kohli responded to the sledging of the Aussie cricketer!

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 22, 2025 9:30 pm
  • Updated:August 22, 2025 9:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। আর তা নিয়ে অনেক ক্রিকেটারই স্মৃতিমেদুর হয়ে ওঠেন। এবার সেই দলে যোগ দিলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার জো বার্নস। স্মৃতির পাতা উলটিয়ে তিনি জানিয়েছেন, একটা সময় কোহলিকে স্লেজিং করে ঠিক করেননি তিনি। যদিও পালটা দিয়েছিলেন কোহলিও। 

Advertisement

২০১৪ সালের ঘটনা। সেই বছর বর্ডার-গাভাসকর ট্রফিতে চারটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কোহলি। বার্নস জানিয়েছেন, সেই সিরিজের মেলবোর্ন টেস্টের কথা। সেই ম্যাচেই কোহলিকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন অজি ক্রিকেটার। আর ১৬৯ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন কোহলি।

বার্নস বলেন, “শর্ট লেগে ফিল্ডিং করছিলাম আমি। কোহলির সঙ্গে বাক্যবিনিময় চলছিল। কিন্তু সেটা স্লেজিং নয়। উইকেটের পিছনে ছিল ব্র্যাড হাডিন। প্রথম স্লিপে শেন ওয়াটসন। ওরাও কথা বলছিল। বল করছিল নাথান লিওঁ। চার ঘণ্টা ধরে ব্যাটিং করছিল কোহলি। সেই সময় আচমকাই ওকে বললাম, ‘এবার বড় শট খেলতে হবে তোমাকে’।”

কোহলিও কিন্তু ছাড়বার পাত্র ছিলেন না। বার্নসের সংযোজন, “বিরাট বোলারকে থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ‘তুমি তো বাচ্চা ছেলে। তোমার এত কথা বলা উচিত নয়।’ পরের বলেই কভারের উপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছিল। সেই সময় বেশ অস্বস্তিতে পড়ে যাই। এরপর আর টুঁ শব্দটি করিনি। বুঝে গিয়েছিলাম, ওর সঙ্গে ঝামেলার ফল ভালো হবে না। ২৪ বছরে টেস্টে অভিষেক হয়েছিল আমার। তাই কোহলিকে অমন বলে মোটেও ঠিক কাজ করিনি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ